
ডান্ডিবার্তা রিপোর্ট অনেকটা আকস্মিক ভাবেই ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে জেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন অনুমোদন দিয়েছে নতুন আহবায়ক কমিটি। নতুন এ কমিটিতে শহিদুল ইসলাম টিটুকে আহবায়ক ও এডঃ আব্দুর বারী ভুইয়া কে সদস্য সচিব করে ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। কিন্তু গিয়াসউদ্দিন আহমেদ ও গোলাম ফারুক খোকনের দেয়া নতুন এ আহবায়ক কমিটি নিয়ে অনেকটাই প্রশ্নবিদ্ধ রয়েছে বলে দাবী তৃনমুল নেতৃবৃন্দের। কারন গত বছরের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়। সেখানে সুস্পষ্ট উল্লেখ রয়েছে আহবায়ক, ১নং যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে অধীনস্থ ইউনিট কমিটি অনুমোদিত হবে। কিন্তু ফতুল্লা থানা বিএনপির যে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে সেখানে শুধুমাত্র আহবায়ক এবং সদস্য সচিবের স্বাক্ষর রয়েছে ১নং যুগ্ম আহবায়কের স্বাক্ষর নেই সেই কমিটির অনুমোদনের প্যাডে। এ দিকে ফতুল্লা থানা বিএনপির নতুন আহবায়ক কমিটিতে ১নং যুগ্ম আহবায়কের স্বাক্ষর না থাকায় এটাকে একটি অগ্রহনযোগ্য কমিটি বলছেন তৃনমুলের নেতৃবৃন্দ। কারন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেখানে সুস্পষ্ট উল্লেখ করেছেন যে ইউনিট কমিটিতে ৩জনের স্বাক্ষর থাকবে সেখানে গিয়াসউদ্দিন ও খোকন নিজেদেরকে অধিক ক্ষমতাশালী হিসেবে উপস্থাপন করতেই নাকি মহাসচিবের কথা বাইরে গিয়েছেন। গিয়াস-খোকনের স্বাক্ষরিত ফতুল্লা থানা বিএনপির নতুন আহবায়ক কমিটিকে অবৈধ বলে জানান অনেক তৃনমুল। এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিন এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি। এ বিষয়ে জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের কাছে জানতে চাইলে তিনি জাগো নারায়ণগঞ্জকে বলেন, নতুন কমিটির বিষয়ে আমাকে জানানো হয়নি এবং আমার কোন স্বাক্ষর নেয়নি। তারা নিজের মত করেই নতুন কমিটিগুলোর অনুমোদক দিচ্ছেন। এ ক্ষেত্রে তারা দলীয় চেয়ারম্যানের নির্দেশনাকে অমান্য করেছেন। জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন এর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। নবগঠিত ফতুল্লা থানা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছে সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো: শহীদুল্লাহ,মো: বিল্লাল হোসেন, লোকমান হোসেন, নজির আহাম্মদ, মঈনুল ইসলাম রতন, মো: হাসান আলী, মাহবুবুর রহমান সুমন। এছাড়া সদস্যরা হলেন খন্দকার মনিরুল ইসলাম, স,ম নুরুল ইসলাম, মো. লুৎফর রহমান খোকা, মো. জাহিদ হাসান রুজেল, মো. নজরুল ইসলাম পান্না মোল্লা, মো. মিলন মেহেদী, মো. রুহুল আমিন শিকদার, এ. কে. এম. হেলাল উদ্দিন, কবির প্রধান, মো. নাসিম আবদিন, মো. সমুন আকবর, মো. একরামুল কবির মামুন, মো. মন্টু মিয়া, রহিমা শরীফ মায়া, সিরাজুল ইসলাম সিরাজ, নজরুল ইসলাম মাদবর, নজরুল মেম্বার, এ্যাড. আলমগীর, মো. জামিল খান স্বাধীন, মো. সৈয়দ জাকির হোসেন, এ্যাড. খন্দকার আক্তার হোসেন, মো. নুর আলম, মো. আলমগীর, মো. হেদায়েত উল্লাহ খোকন, মো. মামুনুর রশিদ মামুন, মো. মাখলেকুল মান্নান পায়েল, মো. কায়েস আহাম্মদ পল্লব, এম.এ. লতিফ তুষার, বাবুল আহাম্মদ, মো. আনিসুর রহমান, মো. আরিফুর রহমান আরিফ, মো. নুরুল ইসলাম লাভলু, কামাল উদ্দিন, মো. মুসলিম, মো. জাহাঙ্গীর আলম, মো.ওমর আলী, আহসান হাবিব পলাশ, মিসেস মিতা, মো. শওকত আলী। এদিকে নব গঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে জাহিদ হাসান রোজেল কে ১৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। আর আগের কমিটির যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লার পর রাখা হয়েছে রোজেলকে। তবে পুরো কমিটিই জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন নিজের মতো করে সাজিয়েছেন। উল্লেখ্য, গত বছর ২০ জানুয়ারি ফতুল্লা থানা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিল জেলা বিএনপি। ওই কমিটিতে রোজেলকে আহ্বায়ক ও টিটুকে সদস্য সচিব করা হয়েছিল। কিন্তু কমিটি গঠনের পর একটি অনুষ্ঠানেও রোজেল-টিটুকে এক সাথে দেখা যায়নি। তারা আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করেছিলেন। দুই নেতার মতানৈক্যের কারনে ফতুল্লা থানার কোন ইউনিয়ন বা ওয়ার্ড কমিটি গঠন করা সম্ভব হয়নি। ফতুল্লায় বিএনপির যে কোন আন্দোলন সংগ্রামে রোজেল শাহ আলম পন্থীদের নিয়ে মাঠে কাজ করতেন। আর টিটু ফতুল্লা বিএনপিতে প্রভাব তৈরি করেছিলেন সাবেক ছাত্রদল সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সাথে নিয়ে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯