
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জকে আন্দোলনের সূঁতিকাগার বলা হয়ে থাকে। তার কারন, ৫২’র ভাষা আন্দোলন থেকে ৭১’র মুক্তিযুদ্ধ কিংবা ৬৬’র ছয় দফা থেকে ৬৯’র গণঅভ্যুত্থান, সর্বক্ষেত্রেই আন্দোলনে দলমত নির্বিশেষে সক্রিয় ছিল নারায়ণগঞ্জের রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সর্বস্তরের শিক্ষার্থীরা। এমনকি সকল প্রকারের আন্দোলন ও সংগ্রামে ও ব্যাপক ভূমিকা পালন করতে দেখা গেছে এই ছাত্র সংগঠনগুলোকে। তারই ধারাবাহিকতায় দল ছাত্র সংগঠন গুলোকে মূল দলগুলোর সহযোগী সংগঠন বলা হয়ে থাকে। কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের মধ্যে জেলা মেয়াদউত্তীর্ণ ও মহানগর বিলুপ্ত অবস্থায় পরে আছে। কমিটি পূর্ণগঠনের কোন চিন্তাই নেই জেলা ও মহানগরের নেতৃবৃন্দের। অপর দিকে দীর্ঘদিন বিলুপ্ত থাকার পরে আবার ও ছাত্র রাজনীতিকে জেগে তুলতে জেলা ও মহানগর ছাত্রদলের চমক কমিটি দিয়েছে কেন্দ্র্র। আর তারা ইতিমধ্যেই রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা শুরু করে দিয়েছে। যার কারণে ছাত্রলীগের তৃণমূলের দাবি, দলের মূল নেতৃবৃন্দের সহযোগী সংগঠনের বিষয়ে কোন ধারনা নেই যদি থাকতো তাহলে তারা দলকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে কমিটিগুলো গঠন করে ফেলতো। যার কারণে তাদের দাবি, ছাত্ররাজনীতি সুসংগঠিত করতে মূল নেতারা ব্যর্থ। তাদের ব্যর্থতায় জেলা ও মহানগর ছাত্রলীগে নতুন নেতৃত্ব আসতে চাইলে ও পুরাতন নেতৃত্বের ভিড়ে তারা সামনে আসতে পারছে না। দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ২০১৮ সালের ১০ মে জেলা ছাত্রলীগের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও সদস্য সচিব আশরাফুল ইসমাইল রাফেলকে দিয়ে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা করা হয় পরবর্তীতে ২০১৯ সালের ২৮ জুলাই জেলা ছাত্রলীগে আজিজকে সভাপতি ও রাফেলকে সাধারণ সম্পাদক করে ১৮৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বর্তমানে এ কমিটি মেয়াদউত্তীর্ণ অবস্থায় পরে রয়েছে। অপর দিকে ২০১৫ সালে ৪ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। যে কমিটির আহ্বায়ক ছিলেন হাবিবুর রহমান রিয়াদ ও যুগ্ম, আহ্বায়ক ছিলেন হাসনাত রহমান বিন্দু। পরবর্তীতে দীর্ঘ তিন বছর পর ২০১৮ সালে বাংলাদেশে ছাত্রলীগের কেন্দ্রিক কমিটি কর্তকৃ রিয়াদকে সভাপতি ও বিন্দুকে সাধারণ সম্পাদক করে ১৬১ বিশিষ্ট মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। কেন্দ্র ছাত্রলীগকে মেয়াদউত্তীর্ণ ইস্যু দেখিয়ে ৮ জানুয়ারি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় কমিটি বিলুপ্ত ঘোষণা দেন। তারপর থেকেই নারায়ণগঞ্জের ছাত্রলীগ ছন্নছাড়া অবস্থায় পরে রয়েছে। বিশেষ করে মহানগর ছাত্রলীগের কমিটি ১ বছরের বেশি সময় ধরে না থাকার কারণে তারা দলের সাংগঠনিক কার্যক্রম করতে ব্যর্থতার প্রমাণ দিচ্ছেন। অপর দিকে জেলা ছাত্রলীগ মেয়াদউত্তীর্ণ অবস্থায় থাকার কারণে তাদের অনেক নেতাকর্মী এখন দল থেকে নিষ্ক্রিয় হতে চলছে। আবার অপর দিকে তাদের ওয়ার্ড ও থানা কমিটিগুলো নাজেহাল অবস্থায় রয়েছে। আর তারা সকল কার্যক্রমে অনেকটাই ঝিমিয়ে পরার মতোই আছে। যার কারণে ছাত্রলীগে এখন কেউ কাউকে নেতা মানে না সবাই নেতা হতে চায়। তাই ছাত্রলীগে সৃষ্টি হচ্ছে কোন্দল। অন্যদিকে নারায়ণগঞ্জ বিএনপি ক্ষমতায় না থাকা সত্ত্বেও তাদের সহযোগী সংগঠনকে সর্বদা মূল্যায়ন দিয়ে ২৬ জানুয়ারি জেলা ও মহানগর ছাত্রদলের নবাগত কমিটি গঠন করা হয়েছে। যার কারণে তাদের দল আরো সুসংগঠিত হচ্ছে। আর তারা নিজেরা নিজেদের মধ্যে ঐক্য তৈরি করতে পেরেছে। আর জেলা ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পরে তারা প্রথম শোডাউনে নগরীতে বাজিমাত করেছে। আর তাদের এ সাংগঠনিক তৎপরতা দেখে ছাত্রলীগে আসতে চাওয়া অনেক ত্যাগী নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছে, সামনে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন অন্য কোন সময়ের নির্বাচনের থেকে ও এ নির্বাচনটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দলের সহযোগী সংগঠন ও অঙ্গসংগঠনের কমিটিগুলো তৃণমূল দ্বারা গঠন করা অতন্ত প্রয়োজন। তা না হলে নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপি সাথে আওয়ামী লীগের রাজপথের তৎপরতা আরো কমে যাবে। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ বলেন, মেয়াদ উত্তীর্ণ থাকলেও সেন্ট্রালে নতুন নেতৃত্ব আসলে বিভিন্ন জেলা ও মহানগরগুলোর কমিটি ৪ বছর পর চেঞ্জ করা হয়। আর তাই আমরা আশাবাদী আমাদের ৪ বছর পরেই সাবেক হতে হবে। আর এর মধ্যে যদি সাংগঠনিকভাবে তারা মনে করে অনেক জরুরী তাহলে আমাদের কমিটি বিলুপ্ত করে আবার নতুন নেতৃত্ব দেওয়া হবে। আর এখন মহানগরের কোন কমিটি নেই। এই কমিটি গঠনের সিদ্ধান্ত শীঘ্রই দেওয়া হবে বলে আমরা আশাবাদী। এ বিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সাথে যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোনে কয়েকবার কল করা হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯