আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৯:০০

নদীতে ঝাঁপ দিয়েও ছেলেকে রক্ষা করতে পারেনি মা

ডান্ডিবার্তা | ১০ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে শিতলক্ষ্যা নদী পারাপার হওয়ার সময় অবসাবধানতা বসত নৌকা থেকে পড়ে মো. মারুফ (১৮) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র নিখোঁজ হয়েছেন। এ সময় ডুবতে থাকা ছেলেকে বাঁচাতে মা আছমা বেগমও ঝাঁপ দেন নদীতে। এরপর থেকেই নিখোঁজ হয় ছেলে মারুফ। পরে নৌকার মাঝি ও অন্যান্য যাত্রীদের সহায়তায় মাকে উদ্ধার করা হয়। গত বুধবার রাতে মায়ের সাথে নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ মারুফ কদমরসুল কলেজের এইচ এসসিতে ২য় বর্ষের ছাত্র ও বন্দর শাহীমসজিদ এলাকার লিয়াকত আলীর ছেলে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজের সন্ধান মিলেনি বলে জানান কোস্ট গার্ড ও নৌ-পুলিশ। মা আছমা বেগম জানান, গত বুধবার সন্ধ্যা ছুই ছুই এমন সময়ে বন্দর থেকে ইস্পাহানি ঘাট থেকে নৌকাযোগে শীতলক্ষ্যা নদী পার হয়ে নারায়ণগঞ্জ যাওয়ার সময় মাঝ নদীতে আমার ছেলে মারুফ আকস্মিকভাবে নৌকা থেকে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেই। কিন্তু আমার ছেলে মারুফ সাতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে নৌকার মাঝি ও অন্যান্য যাত্রিরা আমাকে উদ্ধার করলেও আমার ছেলে মারুফকে খুঁজে পায় নাই। ওইদিন রাত থেকে নৌপুলিশ ও কোস্টগার্ডও গভীর রাত পর্যন্ত সন্ধান চালিয়ে কোন সন্ধান পাওয়া যায় নাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা