
ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লার কাশীপুরস্থ জামিয়া কাসেমুল উলুম মাদানীয়া মাদ্রাসার দুই গ্রুপের ছাত্রদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রদের একটি গ্রুপের সাথে বহিরাগতরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করে মাদ্রাসারই অপর একটি গ্রপের ছাত্রদের মারধর করে । এতে করে ২ শিক্ষকসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন মাদ্রাসার শিক্ষক ফখরুদ্দিন, রিয়াজ উদ্দিন, মাদ্রাসার ছাত্র মীরাজ, নাওমী বিভাগের ছাত্র ইমরান, নাহিদ, শরীফ ও তোলারাম কলেজের ছাত্র মিরাজ (২)। বৃহস্পতিবার রাত ৮টায় কাশীপুরের জামিয়া কাসেমুল উলুম মাদানীয়া মাদ্রাসায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে মাদ্রাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মিনহাজ, মিরাজ (২), রায়হান, বাধন রফিক, সাগর ও মিনহাজুল। জানা যায়, বৃহস্পতিবার ফজরের নামাজের সময় মাদ্রাসার মিজান বিভাগের ছাত্ররা উচ্চস্বরে কথা বলছিলো। তখন নাওমী বিভাগের ছাত্ররা তাদের থামার জন্য অনুরোধ করে। যা নিয়ে দুই বিভাগের ছাত্রদের মধ্যে তর্ক শুরু হয়। সে সময় বিষয়টি সেখানেই থেমে যায়। যোহরের নামাজ আদায়ের সময় আবারো দুই বিভাগের ছাত্ররা উত্তেজিত হয়ে পড়েন। তখন মাদ্রাসার শিক্ষকরা উভয় গ্রুপকে শান্ত করে পরিস্থিতি কিছুটা শান্ত করে। এশার নামাজের পর মীজান বিভাগের ছাত্ররা বহিরাগতদের সাথে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র, হকিস্টিক ও লাঠি নিয়ে নাওমী বিভাগের ছাত্রদের উপর হামলা চালায়। হামলায় মাদ্রাসার ছাত্ররা হতবিহম্ব হয়ে ছুটোছুটি শুরু করে। এ সময় শিক্ষকরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদের উপরেও হামলা চালায়। হামলায় দুই শিক্ষকসহ ৫ জন আহত হন। আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়রা আরও জানায়, মাদ্রাসায় কিছু ছাত্র আছে যারা বহিরাগতদের সাথে নিয়মিত আড্ডা দিয়ে প্রভাব বিস্তার করতে চায়। মূলত মাদ্রাসায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এস আই নজরুল জানান, ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের মধ্যে মীরাজ নামের একজন আহত রয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মাদ্রাসাটির প্রিন্সিপাল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯