আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:১৮

মাঠে নেই না’গঞ্জ আ’লীগ!

ডান্ডিবার্তা | ১১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের রাজনীতি থেকে দুরে সরে যাচ্ছে আওয়ামীলীগ। গত বছরের শেষের দিকে যখন বিএনপি হুঙ্কার দিয়েছিল বছরের শুরুতে তারা সরকার পতনের আন্দোলনে রাজপথে নামবে। তখন আওয়ামীলীগও পাল্টা হুঙ্কার দিয়ে বলেছিল তারা বিএনপিকে প্রতিহত করবে। বিএনপি ঠিকই রাজপথ দখল করে নিয়েছে থমকে গেছে আওয়ামীলীগ। তারা হুঙ্কার দিয়ে পিছিয়ে গেছে ক্ষমতাসীনদল আওয়ামীলীগ। আর বিএনপি তাদের কথামত রাজপথ দখল করে নিয়েছে। কেন্দ্রের রির্দেশনায় বিএনপি আন্দালন সংগ্রাম চালিয়ে গেলেও দেখা নেই আওয়ামীলীগের। যে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সূতিকাগার সেই নারায়ণগঞ্জের নেতারা এখন রাজনীতি থেকে দুরে সরে যাচ্ছে। বর্তমানে তারা রাজনীতি বিমুখ হয়ে পড়ছে। বিগত সময় আওয়ামীলীগের আন্দোলন এতটাই তীব্র ছিল যা কিনা সর্বত্র আলোচিত হয়েছে। সেই আওয়ামীলীগ নেতারাই এখন চুপসে গেছে। দীর্ঘ দিন তারা ক্ষমতায় থাকতে থাকতে ঝিমিয়ে পড়েছে। সেই সাথে দলের অনেক নেতা এখন বয়সের ভারে নুজু হয়ে পড়েছে। এখন আর আগের মত রাজপথে নামতে পারেনা। এছাড়া দলটি ভোগছে যোগ্য নেতৃত্বের সষ্কটে। দলে দেখা দিয়েছে নেতৃত্বের অভাব। শীর্ষ নেতারা তৃনমূল নেতাকর্মীদের কোন দিক নির্দেশনাও দিচ্ছে না। যার কারণে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি একেবারেই ঝিমিয়ে পড়েছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক মাঠ পর্যায়ের নেতা বলেন, যারা নেতৃত্বে দিক নির্দেশনা দিবেন তারা এখন ব্যবসা নিয়ে ব্যস্ত। যখন দল ক্ষমতায় ছিলনা তারা তখন বেকার ছিলেন। অনেকে ব্যবসার পাশাপাশি দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। কিন্তু দল ক্ষমতায় আসার পর নেতারা নিজেদের ব্যবসা ও নতুন ব্যবসায়ী সৃষ্টি হয়েছে। যারা এখন আর দলকে প্রয়োজন মনে করে না। এই ১ দশকে তারা কোটিপতি বনে গেছে। এখন তাদের রাজনীতি না করলেও চলবে। যারা রাস্তা থেকে আজ অট্রালিকায় উঠেছেন তাদের জন্য আওয়ামীলীগ আর্শিবাদ। তারা দলের নাম বিক্রি করে বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রণে নিয়ে আজ কোটি কোটি টাকার মালিক। কিন্তু যারা মাঠ পর্যায়ের কর্মী রয়েছে তারা সেই আগের মতই রয়ে গেছেন। তাদের ভাগ্যের পরিবর্তন না হলেও হয়েছে নেতাদের। তারা আরো বলেন, বর্তমানে প্রতিটি সেক্টরে দলীয় লোক রয়েছে। আওয়ামীলীগের নাম বলইে যেন সাত খুন মাফ। এমন ভাব এসেছে আওয়ামীলীগ নেতারে মধ্যে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু হারিয়ে তিনি দেশের হাল ধরেছেন যাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া যায় এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করে। কিন্তু দলীয় নেতাদের কারণে তিনি বার বার তার লক্ষ্যে পৌছতে বাধাগ্রস্থ হচ্ছেন। অনেক নেতার কারনে দলের বদনাম হচ্ছে। দেখা গেছে যিনিই পদ পায় তিনিই বনে যান মহারাজা। পদ পাওয়ার আগে নেতাকর্মীদের মূল্যায়ন এক রকম আর পদ পেয়ে গেছে মূল্যায়ন হয় অন্য রকম। যার কারণে এখন সেই সকল নেতাদের ডাকে অনেকে সারা দেন না। আবার অনেকে কিছু না পেলেও আওয়ামীলীগের জন্য জীবন দিতে পারেন এমন কর্মীরা কেহ ডাকুক আর নাই ডাকুক তারা দলের সকল কর্মসূচিতে অংশ নিবেনই। বর্তমানে দেখা যাচ্ছে কে কাকে পিছনে ফেলে দলীয় পদ বাগিয়ে নিতে পারবেন এই প্রতিযোগিতাই চলছে। তারা একল কাজে ব্যস্ত থাকলে কিভাবে সরকার বিরোধী আন্দোলন প্রতিহত করবে। এখন যেভাবে বিএনপি মাঠে নেমেছে এ অবস্থা চলতে থাকলে আগামী দিনে আওয়ামীলীগের জন্য রাজনীতি মাঠে নামা কঠিন হয়ে পড়বে। এদিকে বিএনপি নেতাদের দাবি আওয়ামীলীগ তাদের হুঙ্কার দিলেও তাদের সাথে রাজপথে পাল্লা দিয়ে আওয়ামীলীগ টিকে থাকতে পারেনি। বিগত দিনগুলিতে সরকার তার পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের মামলা হামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা চালিয়ে গেছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আর পিছু হটার জায়গা নেই। আমরা মরণপন করেই মাঠে নেমেছি। এই সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব। আমাদের আন্দোলন চলছে ও চলবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা