আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৪২

আড়াইহাজারে সন্ত্রাসী হামলায় দাঁত খোয়ালেন গৃহবধূ

ডান্ডিবার্তা | ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:২৪ পূর্বাহ্ণ

আড়াইহাজার প্রতিনিধি আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের আশরাফপুর গ্রামে মৃত ইদ্রিস মোল্লার পুত্র ছগির মোল্লা (৫২), থানায় অভিযোগ দিয়ে আইনগত সহযোগীতা না পেয়ে অবশেষে নারায়ণগঞ্জ আদালতে মামলা করলে বিজ্ঞ চিফ জুডিশিয়াল আমলা ৪নং আদালত সার্বিক বিবেচনায় অত্র নালিশটি এফআইআর হিসাবে গণ্য করার জন্য অফিসার ইনচার্জ আড়াইহাজার থানাকে নির্দেশ দেন। ঘটনার বিস্তারিত জানতে স্বারেজমিনে গিয়ে জানা যায়, ছগির মোল্লার ভোগ দখলীয় জমিতে প্রতিপক্ষ আশরাফপুর গ্রামের লোকমান মোল্লার পুত্র মামুন মোল্লা (৩৬), বল্লভদী গ্রামের হাজী দেলোয়ারের পুত্র অলিউল্লাহ (৪০), বল্লভদী গ্রামের মকবুল মিয়ার পুত্র ময়না মিয়া (৩৫), বল্লভদী গ্রামের ইসান আলীর পুত্র সোহেল (৩২), আশরাফপুর গ্রামের সামেদ মোল্লার পুত্র সেরাজুল (৫০), অজ্ঞাত নামা ৪-৫ জন নিয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে ছগির মোল্লার জমিতে গত  গত ৫ জানুয়ারি আনুমানিক রাত ১০ ঘটিকার সময় জোর পূর্বক দেয়াল দেয়ার পিলার তৈরি করিয়া জমি দখল করার চেষ্টা চালায়। ঐ সময় ছগির মোল্লা তার আত্মীয় স্বজন নিয়ে বাধা দিলে মান্নান মোল্লা ও অলিউল্লাহ সহ ৮-৯ জন সন্ত্রাসী হামলা চালায়। মারামারির এক পর্যায়ে ছগির মোল্লাদের বাঁচাতে ছোট ভাইয়ের স্ত্রী শান্তা আক্তার (৩২) সহ আরো অনেকে আগাইয়া আসিলে বিবাদী অলিউল্লাহ তাহার হাতে থাকা লোহার রড দিয়ে শান্তা আক্তারের মুখের ঠোটে তিনটি দাতকাটা ছেড়া মারাত্বক জখম করে। এতে শান্তার তিনটি দাত ভেঙ্গে যায়। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শান্তাসহ আহতদের ভর্তি করলে শান্তার অবস্থা বেগতীক হলে ডাক্তার ঢাকা মেডিকেল গত জানুয়ারি পাঠিয়ে দেয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়া বাড়ী পাঠাইয়া দেয়। মামলার বিবরনে আরো জানা যায় আদালতের আদেশ পেয়ে মামলা রুজু করে বিজ্ঞ আদলতে পাঠাইলে বিজ্ঞ আদালত মামুন মোল্লা ও অলিউল্লাহ কে ওয়ারেন্ট দেয়। থানায়  পৌছালে বাদী আইও এর সাথে যোগাযোগ করলে আইও বাদীর নিকট থেকে দুই হাজার টাকা উৎকোচ নেয়। আসামী গ্রেফতার করতে আরো বিশ হাজার টাকা দাবী করে। এত টাকা বাদী দিতে অস্বীকার জানালে আইও আসামী গ্রেফতার করছেন না। ঐদিকে বাদী ছগির মোল্লাকে বিভিন্ন ভাবে আসামীরা হুমকি দিচ্ছে। তাদের আরো মারবে এবং জীবনে মারিয়া ফেলবে। মামলা তুলে নেওয়ার জন্য ৭ দিন ১০দিন এরকম সময় বেধে দিয়ে হুমকি দিচ্ছে। ছগির মোল্লা ও তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা