
ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী সবুজ শিকদার বলেছেন, নারায়ণগঞ্জের বন্দরে সোনাকান্দায় ডিইপিটিসি প্রশিক্ষণ কেন্দ্র যেটা বিআইডব্লিউটিএ পরিচালনা করছে। সেখানে এক শ্রেণীর দালাল চক্র বিভিন্ন ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে কোচিং এর নামে শ্রমিকদের কাছ থেকে নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে। আমাদের নেতৃবৃন্দকে আইন সম্পর্কে জানতে হবে। আজকে খুলনায় ভারত প্রটৌকলের লাইটারেজ জাহাজগুলো নানাভাবে চাঁদাবাজির শিকার হচ্ছে। সুনামগঞ্জে বিআইডব্লিউটিএ’র ভুয়া ইজারার নামে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে। শ্রমিকদের উপর নির্যাতনের কারণে আজকে সুনামগঞ্জে শত শত জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এভাবে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদাবাজি চলছে। বালু মহাল ইজারার নামে চাঁদাবাজি করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে লুটপাট করা হচ্ছে। চলন্ত পথে নৌযান থামিয়ে চাঁদা আদায় করার কোন নিয়ম নেই। কিন্তু যত্রতত্র এ ধরনের চাঁদাবাজি হচ্ছে। আজকে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একটা জাহাজ আক্রান্ত হলে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শীতলক্ষ্যা নদীতে অনেক স্থানে তেলের পাম্প গড়ে উঠেছে। কিন্তু সেখান থেকে ১০০ লিটার তেল কিলে বাধ্যতামূলকভাবে ৮০ লিটার তেল নিতে বাধ্য করে। শ্রমিকরা মালিকদের হিসাব দিতে পারেনা। আমি আজকেও মিটিংয়ে জেলা প্রশাসককে বলেছি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করার জন্য। নদীর তীরে জাহাজ নোঙ্গর করলে বখশিষের নামে চাঁদাবাজি চলে। দেশটা কি মগের মুল্লুক! আজকে মেঘনা শীতলক্ষ্যা বুড়িগঙ্গা ধলেশ^রীতে শত শত বালুবাহী নৌযান চলে। এসব নদীতে নৌ পুলিশের বিরুদ্ধেও কিন্তু চাঁদাবাজির অভিযোগ আসছে। অথচ নৌ পুলিশ সৃষ্টির জন্য কিন্তু আমরা নৌ শ্রমিকরাই আন্দোলন করেছি। সড়কপথে একটি পণ্য আনতে যে খরচ হয় নৌ পথে খরচ হয় তার চার ভাগের এক ভাগ। আজকে যারা জুয়া খেলে মদ খায় সরকারি বিভিন্ন দফতরের ও মালিকপক্ষের দালালী করে তারা নিজেদের শ্রমিক নেতা পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে শ্রমিকদের অর্থ হাতিয়ে নিচ্ছে। ওই চক্রটি আমাদের বিরুদ্ধে ইতিপূর্বে বহু ষড়যন্ত্র একাধিক মিথ্যা মামলা দিয়েছিল। কিন্তু আমরা এতে দমে যাইনি। নৌপথের শ্রমিকদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল রোববার রাতে শহরের ৫নং খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে নৌপথে বিভিন্ন পণ্য পরিবহনকারী বাল্কহেড ট্রলার শ্রমিকদের নতুন মজুরী কাঠামো নির্ধারণ ও নৌ পথে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী, বালু মহাল ইজারাদারদের হয়রানি বন্ধের দাবিতে বিভিন্ন অঞ্চলের নৌ শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সবুজ শিকদার। মতবিনিময় সভাটি আয়োজন করে বাল্কহেড ট্রলার শাখা কমিটি। সংগঠনের সভাপতি মোঃ তৈয়ব আকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন, সহ সম্পাদক আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ শাখার সভাপতি নিজাম উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক হাফেজ মো: শাহাদাৎ হোসেন, ডেমরা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পলাশ, তারাবো শাখার সভাপতি জালাল হোসেন প্রমুখ। সভায় বক্তারা দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি সন্ত্রাসীদের দৌরাত্ম্যের বিষয়টি তুলে ধরে এর প্রতিকার দাবি করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯