আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৪৩

শ্রমিকদের উপর নির্যাতনের কারনে আজ শত শত জাহাজ চলাচল বন্ধ

ডান্ডিবার্তা | ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী সবুজ শিকদার বলেছেন, নারায়ণগঞ্জের বন্দরে সোনাকান্দায় ডিইপিটিসি প্রশিক্ষণ কেন্দ্র যেটা বিআইডব্লিউটিএ পরিচালনা করছে। সেখানে এক শ্রেণীর দালাল চক্র বিভিন্ন ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে কোচিং এর নামে শ্রমিকদের কাছ থেকে নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে। আমাদের নেতৃবৃন্দকে আইন সম্পর্কে জানতে হবে। আজকে খুলনায় ভারত প্রটৌকলের লাইটারেজ জাহাজগুলো নানাভাবে চাঁদাবাজির শিকার হচ্ছে। সুনামগঞ্জে বিআইডব্লিউটিএ’র ভুয়া ইজারার নামে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে। শ্রমিকদের উপর নির্যাতনের কারণে আজকে সুনামগঞ্জে শত শত জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এভাবে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদাবাজি চলছে। বালু মহাল ইজারার নামে চাঁদাবাজি করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে লুটপাট করা হচ্ছে। চলন্ত পথে নৌযান থামিয়ে চাঁদা আদায় করার কোন নিয়ম নেই। কিন্তু যত্রতত্র এ ধরনের চাঁদাবাজি হচ্ছে। আজকে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একটা জাহাজ আক্রান্ত হলে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শীতলক্ষ্যা নদীতে অনেক স্থানে তেলের পাম্প গড়ে উঠেছে। কিন্তু সেখান থেকে ১০০ লিটার তেল কিলে বাধ্যতামূলকভাবে ৮০ লিটার তেল নিতে বাধ্য করে। শ্রমিকরা মালিকদের হিসাব দিতে পারেনা। আমি আজকেও মিটিংয়ে জেলা প্রশাসককে বলেছি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করার জন্য। নদীর তীরে জাহাজ নোঙ্গর করলে বখশিষের নামে চাঁদাবাজি চলে। দেশটা কি মগের মুল্লুক! আজকে মেঘনা শীতলক্ষ্যা বুড়িগঙ্গা ধলেশ^রীতে শত শত বালুবাহী নৌযান চলে। এসব নদীতে নৌ পুলিশের বিরুদ্ধেও কিন্তু চাঁদাবাজির অভিযোগ আসছে। অথচ নৌ পুলিশ সৃষ্টির জন্য কিন্তু আমরা নৌ শ্রমিকরাই আন্দোলন করেছি। সড়কপথে একটি পণ্য আনতে যে খরচ হয় নৌ পথে খরচ হয় তার চার ভাগের এক ভাগ। আজকে যারা জুয়া খেলে মদ খায় সরকারি বিভিন্ন দফতরের ও মালিকপক্ষের দালালী করে তারা নিজেদের শ্রমিক নেতা পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে শ্রমিকদের অর্থ হাতিয়ে নিচ্ছে। ওই চক্রটি আমাদের বিরুদ্ধে ইতিপূর্বে বহু ষড়যন্ত্র একাধিক মিথ্যা মামলা দিয়েছিল। কিন্তু আমরা এতে দমে যাইনি। নৌপথের শ্রমিকদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল রোববার রাতে শহরের ৫নং খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে নৌপথে বিভিন্ন পণ্য পরিবহনকারী বাল্কহেড ট্রলার শ্রমিকদের নতুন মজুরী কাঠামো নির্ধারণ ও নৌ পথে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী, বালু মহাল ইজারাদারদের হয়রানি বন্ধের দাবিতে বিভিন্ন অঞ্চলের নৌ শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সবুজ শিকদার। মতবিনিময় সভাটি আয়োজন করে বাল্কহেড ট্রলার শাখা কমিটি। সংগঠনের সভাপতি মোঃ তৈয়ব আকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন, সহ সম্পাদক আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফুল  ইসলাম, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ শাখার সভাপতি নিজাম উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক হাফেজ মো: শাহাদাৎ হোসেন, ডেমরা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পলাশ, তারাবো শাখার সভাপতি জালাল হোসেন প্রমুখ। সভায় বক্তারা দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি সন্ত্রাসীদের দৌরাত্ম্যের বিষয়টি তুলে ধরে এর প্রতিকার দাবি করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা