আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:৩৩

জেলা বিএনপি রাজপথে শক্তি দেখাচ্ছে!

ডান্ডিবার্তা | ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দায়িত্ব নেয়ার তিনমাসের মাথায় ঘুরে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। জেলা বিএনপির দীর্ঘদিনের যে একঘেয়ামিতা তা কেটে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, জেলা বিএনপির বর্তমান নেতৃত্ব তারা রাজপথে শক্তি দেখাচ্ছে। গত বছরের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্যের আহ্বায়ক কমিটি দেয়ার পর থেকেই জেলা বিএনপির এই আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে। সাংগঠনিক শক্তি বৃদ্ধির তৎপরতা হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির এই আহবায়ক কমিটি গেলো সপ্তাহে তাদের অধিনস্ত পাঁচটি ইউনিটের কমিটি ঘোষণা দিয়েছে। এসব কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় জেলা বিএনপির কর্মীদের মধ্যে গত একযুগের বেশি সময়ের চেয়েও তৎপরতা বেড়েছে বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধারা। তারা বলছেন, জেলা বিএনপির সভাপতি হিসেবে বিএনপি নেতা কাজী মনির, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক আহবায়ক (বর্তমানে বিএনপির সকল পদ থেকে বহিষ্কৃত) তৈমূর আলম খন্দকার, সাবেক আহবায়ক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদের নেতৃত্বাধীন বিএনপির চাইতে বর্তমানের আহবায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রম নির্ভুল ও যুগোপযোগী হিসেবে নিজেদের প্রমাণ করতে পেরেছেন। আর এটির কৃতিত্ব হিসেবে বর্তমান আহবায়ক সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের কারিশমাটিক নেতৃত্বের কথা বলছেন রাজনীতিকরা। তার তত্ত্বাবধানে সদস্য সচিব সাবেক যুবদল নেতা গোলাম ফারুক খোকন পরিণত ও সময়যোপযোগী সিদ্ধান্ত নিতে আহবায়ক কমিটির সদস্যদের এবং তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ করতে পারছেন বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধারা। নভেম্বর থেকে এখন অবধি বিএনপির কেন্দ্রীয় ও ও স্থানীয় সকল কার্যক্রমে জেলা বিএনপি তার কর্মীদের সরব উপস্থিতি দিয়ে নিজেদের অবস্থান জানান দিতে পেরেছেন বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধারা। বতর্মানে কর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ প্রসঙ্গে জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘সম্প্রতি যে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে সেখানে দলাদলি বাদ দিয়ে দলের জন্য নিবেদিত,ত্যাগী পরিশ্রমী কর্মীদের স্থান দেয়া হয়েছে। আমরা দায়িত্বে আসার আগে যেসব কমিটি হয়েছেন সেগুলোর অনেকগুলোতেই সিনিয়র নেতারা বাদ পড়ে গিয়েছিল, অনেক জুনিয়ররাও প্রমোশন পেয়েছে। দলকে ভালোবেসে সিনিয়ররা নীরবে নিভৃতে দলের জন্য কাজ করে গেছেন। তবে সিনিয়র নেতাদের অনুপুস্থিতি ও অভাবের কারণে সেসব এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। আমরা দায়িত্বে আসার পর নেতাকর্মীরা যাতে মূল্যায়িত হয় সেজন্য সিনিয়র-জুনিয়র সকলকে নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি করে দিয়েছি, যাতে দলে নেতৃত্ব বিকশিত হয়। সকল নেতাকর্মীকেই যথাযথভাবে সম্মান দিয়েছি আমরা। সবাই খেয়াল করলেই বুঝতে পারবে, জেলা বিএনপির এই আহবায়ক কমিটি নেতৃত্বে আসার পর থেকে জেলার সকল ইউনিটের কর্মীরা কীভাবে দলীয় কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছে। তাদের মধ্যে নবউদ্যেম লক্ষ্য করা গেছে। বিএনপি কর্মীরা ঝুঁকি নিয়েই রাজনীতিটা করে, শত প্রতিকূলতার মধ্যে থেকেও বিএনপি কর্মীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে, দলীয় সকল কর্মসূচি বাস্তবায়ন ও সফল করার জন্য নিবেদিত হয়ে কাজ করছে। নিঃসন্দেহে আমাদের সংগঠন সামনে আরো শক্তিশালী হবে।’  জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, তারা জেলা বিএনপির আহবায়ক কমিটিতে দায়িত্বে আসার পর থেকে ইতিবাচকভাবেক সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করার প্রত্যয় নিয়েই শুরু করেছেন। তিনি মনে করেন, তাদের কাজের সুবিধাটা হলো নভেম্বর থেকে এখন পর্যন্ত জেলা বিএনপির সকল কর্মসূচিতে নেতাকর্মীরা তো অংশগ্রহণ করেছেই তার সাথে ১০ থেকে ২৫ ভাগ সাধারণ মানুষ এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাগরিক ব্যয় বৃদ্ধিসহ বিএনপির যে ১০ দফা তা জনবান্ধব বিধায়ই সাধারণ মানুষ তাতে অংশ নিচ্ছে। গত রবিবার দেশের সব ইউনিয়নে বিএনপির যে পদযাত্রা কর্মসূচি তার মাধ্যমেও তাদের কার্যক্রমের বাস্তব চিত্র ফুটে উঠবে। সবাইকে নিয়ে কাজ করার আপ্রাণ চেষ্টা করার ফলেই বর্তমান আহবায়ক কমিটির উপর তৃণমূল কর্মীদের আস্থা অন্যান্য সময়ের চেয়ে বেড়েছে বলে দাবি করেন খোকন। তিনি বলেন, একটু খেয়াল করলে দেখা যাবে জেলায় বিএনপি কর্মীদের মধ্যে দায়িত্ববোধ বেড়েছে। আগের চেয়ে তারা বেশি উদ্যোমী হয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এসব তো সাংগঠনিক তৎপরতা বাড়বার ফলেই হয়েছে। গোলাম ফারুক খোকন বলেন, এমনিতে বিএনপি কর্মীরা মামলা-হামলাসহ নানা সমস্যায় জর্জরিত। অনেক কষ্টে থেকেও দলকে ভালবেসে তারা রাজনীতি করছে। তারপর সুচারু নেতৃত্ব পেলে কর্মীরা বুকে সাহস পায়। কাজ করার উদ্যেম পায়। এখন সেটাই লক্ষ্য করা যাচ্ছে। আসলে বিএনপি কর্মীদের পিচনে ফিরে তাকাবার সুযোগ নেই। রাজনীতির কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে হতে খাদের কিনারায় এসে ঠেকেছে। এখন পিছনে হটার সুযোগ নেই। আর তাই কর্মীরা যেভাবে উচ্ছাস নিয়ে কর্মসূচিগুলো সফল করছে এক নিসন্দেহে নবউদ্যেম বলা যেতেই পারে। প্রত্যেক দলের অভ্যন্তরে যে নেতৃত্বে প্রতিযোগিতা থাকে তা জেলা বিএনপির সাফল্যে দলের কেউ কেউ পিছনে টেনে ধরার প্রবণতা লক্ষ্য করা প্রসঙ্গে জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকন বলেন, প্রতিটি বড় দলেই প্রতিযোগিতা থাকে। তবে নারায়ণগঞ্জের বিষয়টিতে কেউ কেউ সেটিকে খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির এই সুশৃঙ্খল পরিস্থিতি থেকে কারা বিশৃঙ্খলতা তৈরির চেষ্টা করছে সে সম্পর্কিত একটি তদন্ত কমিটি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। বিশৃঙ্খলা যারা তৈরির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে বিএনপির হাইকমান্ডই সিদ্ধান্ত নেবে। তবে আমরা সার্বিক অবস্থা বিবেচনায় এটুকু বলতে পারি, জেলা বিএনপির আহবায়ক কমিটি এখন যেই গতিতে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে, তাতে যারা পিছনে টেনে ধরার চেষ্টা করছে তারা বৃথায়ই নিজেদের সময় নষ্ট করছে। আর আমরা ১০ দফা বাস্তবায়ন কর্মসূচি ব্যতিত অন্য কোন কিছু নিয়ে মাথাও ঘামাচ্ছিনা। বিএনপির একাধি সূত্রের তথ্যমতে, গত ৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ পাঁচটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন কমিটিগুলোর অনুমোদন  দেন। ঘোষিত কমিটিগুলোর মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং বাকি চারটি আহ্বায়ক কমিটি। ঘোষিত কমিটিগুলো হলো ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ থানা, রূপগঞ্জের কাঞ্চন ও তারাব পৌর কমিটি। এর মধ্যে ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে শহীদুল ইসলাম টিটুকে, সদস্য সচিব হয়েছেন অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মাজেদুল ইসলামকে, সদস্য সচিব করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনকে। রূগগঞ্জ থানার বিএনপির আহ্বায়ক করা হযেছে এড. মাহফুজুর রহমান হুমায়ূনকে, সদস্য সচিব করা হয়েছে বাসির উদ্দিন বাচ্চুকে। রূপগঞ্জের তারাব পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে তাশিক হককে এবং সদস্য সচিব করা হয়েছে হাফিজুর রহমান পিন্টুকে। রূপগঞ্জের কাঞ্চন পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মজিবুর রহমানকে এবং সদস্য সচিব করা হয়েছে মফিকুল কমিশনারকে। গত বছরের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে। সদস্য সচিব করা হয় জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা