
ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক শহর। আমরা জানি নারায়ণগঞ্জের মানুষ অন্তত শান্তি প্রিয় মানুষ। নারায়ণগঞ্জের মানুষ বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমাদের দায়িত্ব পালনে সব সময় সহযোগিতা করেছেন এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে আমাদের যে বার্ষিক পুলিশ সমাবেশ এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানকে আপনারা সফল করার জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ ও মিডিয়া কর্মীবৃন্দ সবাই এসেছেন আমাদের এই উৎসবের মাত্রাকে বাড়িয়ে দিতে এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী যেভাবে আমাদেরকে অতীতে যেভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার জন্য সহায়তা ও সহযোগিতা করেছে আগামীতে তাদের এই সহযোগিতার হাত প্রসারিত থাকবে এই প্রত্যাশা আমার রয়েছে। আইজিপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্প্রতি বিএনপি কর্মসূচি অবস্থা তুলে ধরে বলেন, আপনারা জানেন বাংলাদেশ পুলিশ শত বছরের একটি পুরনো প্রতিষ্ঠান। এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আমরা প্রতিনিয়ত আমরা আমাদের দায়িত্ব পালন করে আসছি। আমরা বলে থাকি প্রতিদিনই বাংলাদেশ পুলিশের সদস্যরা লড়ছেন। প্রতিদিনই নিত্য নতুন চ্যালেঞ্জ আসে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। সেই দক্ষতা ও অভিজ্ঞতা সামর্থ এবং সক্ষমতা আমাদের রয়েছে। এবং সেটা দিয়েই আমাদের যেকোনো চ্যালেঞ্জ কিন্তু আমরা মোকাবেলা করে থাকি। রাজনীতি দল তারা যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি তারা করতেই পারে। সেটা তারা করবেই। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে আমরা সব ধরনের সহযোগিতা করে থাকি। কেউ যদি শান্তিপূর্ণ কর্মসূচির নামে দেশের মানুষের শান্তি শৃংখলা বিঘœ ঘটিয়ে সাধারণ মানুষের জন্য বিভূতি কর পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের উপর আক্রমণ ও অগ্নিসংযোগ করে আইন শৃঙ্খলা বিঘœকারী পরিস্থিতির সাথে কেউ যদি জড়িত থাকে আমরা আইনানুগভাবে যা করা দরকার তা করতে প্রস্তুত আছি সে সক্ষমতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা আমাদের আছে। এবং আমরা সেই যথাযথভাবে দায়িত্ব ইতিপূর্বে যেভাবে সফল পালন করেছি আগামী দিনও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সবগুলো ইউনিট প্রস্তুত রয়েছে। এদিকে বিকেল তিনটা থেকে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ করেন এবং খেলা উপভোগ করেন। সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। এসময়ে আরও উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হলেন যুগ্ম পুলিশ কমিশনার হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা কমিউনিটি পুলিশির সভাপতি প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, জেলা সিভিল সার্জন মশিউর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯