আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:১০

স্ত্রীকে খুন করিয়ে নিজেও খুন হয় সন্ত্রাসীদের হাতে

ডান্ডিবার্তা | ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর গ্রামে আব্দুর রহমান ও তার স্ত্রী খাদিজা বেগমের মধ্যে দেখা দেয় পারিবারিক বিরোধ। এ নিয়ে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন আব্দুর রহমান। সে অনুসারে একদল সন্ত্রাসী ভাড়া করেন ১০ হাজার টাকায়; এবং নিজেই তাদের হাতে ২০০৯ সালের ১১ আগষ্ট খাদিজাকে তুলে দেন। সন্ত্রাসীরা খাদিজাকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর হত্যাকা- ঘটায়। তারপর চুক্তি অনুযায়ী আব্দুর রহমানের কাছে ১০ হাজার টাকা দাবি করে সন্ত্রাসীরা। কিন্তু তিনি সেটি দিতে অস্বীকার করেন। তাই নিজেও ওই সন্ত্রাসীদের হত্যার শিকার হন। পরে স্বামী-স্ত্রীর মরদেহ বোচার বাগ গ্রামের জয়নাল ফকিরের পরিত্যক্ত ডোবার কচুরি পানার নিচে গুম করে রাখে হত্যাকারীরা। এ ঘটনায় ভুক্তভোগী খাদিজার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে লোকমান (৩৫) নামে এক স্থানীয়সহ ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে এ মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০১২ সালের ৬ জুন পলাতক আসামিদের মৃত্যুদ- ঘোষণা করেন আদালত। একইসঙ্গে তাদের গ্রেফতারি পরোয়ানাও ইস্যু করা হয়। হত্যাকা-ের ১৪ বছর পর গতকাল মঙ্গলবার হত্যাকা-ের ঘটনায় মামলার নামীয় ও মৃত্যু দ-প্রাপ্ত পলাতক আসামি লোকমানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। বিকেলে র‌্যাব-২ অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত ডিআইজি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জের নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যু দ-প্রাপ্ত পলাতক আসামি লোকমানকে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও করা হয়। লোকমান জানিয়েছেন, ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে নবাবগঞ্জের আগলা এলাকায় ছদ্মবেশ ও নিজের নাম পরিবর্তন করে বসবাস করতেন। তিনি কখনো দিনমজুর, গাড়ির হেলপার ও পিকআপ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। লোকমান সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকা-ের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। আনোয়ার হোসেন আরও বলেন, আসামি লোকমানকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা