
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীরা পুরোদমে আন্দোলনমুখি। নারায়ণগঞ্জ বিএনপির জেলা কমিটির কয়েকজন সিনিয়র নেতা মনে করছেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ঘাঁটি। এখানে নেতাকর্মীর চেয়ে মাঠ পর্যায়ের সমর্থক বেশি। রয়েছে বিশাল ভোট ব্যাংক। যার দরুন ক্ষমতাসীন দলের লোকজন যে কোন নির্বাচনে বিএনপি প্রার্থীকে ভয় পায়। কারণ বিএনপি’র মাঠ ভাল। যথাযথ প্রার্থী মিলে গেলে ভোটাররা জেগে উঠবে। এ কারণেই যে কোন নির্বাচণে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে কৌশলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রাখে। জনপ্রিয় নেতাদের মধ্য থেকে জাসুস বা ঘরের শত্রু বিভীষণ তৈরী করে নেয়। যাতে অন্তকোন্দলে পড়ে বিএনপি সঠিকভাবে প্রার্থী নির্বাচন করতে পারে না। তবে স্থানীয় আওয়ামীলীগ নেতারা বলছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান চেষ্টা করে যাচ্ছে বিএনপি। দলটির নেতারা গণ-অভ্যুত্থান ঘটানোর পক্ষে ক্রমাগত বক্তব্য দিয়ে গেলেও বাস্তবে সেই লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে এখনো বেশ সন্দিহান। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র কয়েকজন নেতার মতে, গত ১০ ডিসেম্বর পর্যন্ত সবকিছু ঠিকমতো চললেও পরবর্তী কর্মসূচি বা আন্দোলন কৌশল নিয়ে দলটির সিনিয়র নেতারা এখন বেশ চিন্তিত। বিএনপিসহ সমমনা দলগুলো নিয়ে যুগপৎ কর্মসূচি চালু হওয়ায় অনেকেই বেশ আশাবাদী হয়ে উঠেছিলেন। তবে দিন দিন আন্দোলনের ছন্দপতন ঘটেছে। এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এখন আশাহত। তবে দলের তরুণ নেতারা মনে করেন আর বসে থাকার সময় নেই। এখন হয় আন্দোলন কর না হয় রাজনীতি ছাড়ো! রাজনীতি করলে সুবিধাবাদী হলেই চলবেনা। দলের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এদিকে, কেন্দ্রীয়ভাবে মাঠে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এবার পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে দুই দলই। এবার এক দফা আন্দোলনে নামছে বিএনপি। ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি। এ জন্য তৃণমূল নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার যুগপৎ আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার মধ্য দিয়ে তৃণমূলকে জাগাতে চায় দলটি। অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলোর চলমান আন্দোলনের বিপরীতে বিভিন্ন এলাকায় ‘শান্তি সমাবেশ’ কর্মসূচি পালন করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার বিএনপির দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির দিন সারাদেশে ‘শান্তি সমাবেশ’ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি। ইতোমধ্যে এ কর্মসূচি সফল ও সমন্বয় করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। সারাদেশে ৪০ জেলায় আওয়ামী লীগে ৫৩ কেন্দ্রীয় নেতাকে এ কর্মসূচি সফল করতে দায়িত্ব দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কয়েকজন সিনিয়র নেতা বলেন, গত বছরের ২২ আগস্ট থেকে বিভিন্ন ইস্যুতে রাজপথে রয়েছে বিএনপি। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করে দলটি। এসব কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলকে চাঙ্গা ও শক্তিশালী রাখতে চায় বিএনপি, যাতে ভবিষ্যৎ কর্মসূচি সফল করা যায়। তৃণমূলকে আরো চাঙ্গা করতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার করার সিদ্ধান্ত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবেন। একইসাথে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় দলটি। ধারাবাহিকভাবে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো ও নেতাকর্মীদের প্রস্তুত করার পর সময় ও সুযোগ বুঝে সরকার পতনের এক দফা নিয়ে মাঠে নামতে চান তারা। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বেঠক করেছেন। এ বৈঠকে ইউনিয়ন পদযাত্রা সফল করতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়। শুধু জেলা, উপজেলার নেতারা নন, কেন্দ্রীয় নেতাদেরও কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়। এলাকাভিত্তিক যেসব নেতা দলের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, সেসব নেতাদের এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশী নেতাদেরও এ কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব দেওয়ার বিষয়ে কথা হয়েছে বলে জানা গেছে। তবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, খালি মিছিল আর সভা সমাবেশ করে সরকারকে তাদের দাবির মুখে নত করা যাবে না। আন্দোলনকে জোরদার করতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, বিএনপিকে একাই কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। সমমনা দলদের কাছ থেকে খুব একটা আশা করা যায় না। পরপর দুটি জাতীয় নির্বাচন বিতর্কিত হওয়ার কারণে বিএনপির দাবির প্রতি সমর্থন আছে অনেক মানুষের। কিন্তু সেটিকে বাস্তব রূপ দিতে বা গণঅভ্যুত্থান ঘটাতে হলে সরকারের অনুমতির অপেক্ষায় থাকলে হবে না। বিএনপিকে ডু অর ডাই খেলতে হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯