
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেছেন, প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করবে এটা তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং তিনি সেটা করেছেন। তিনি এও বলেছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরীত করবে। আমি প্রত্যাশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঢাকা পোস্ট অগ্রণী ভূমিকা পালন করবে। গতকাল বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল এসব কথা বলেন। পরে কেক কেটে ঢাকা পোস্টের ২য় তম জন্মদিন পালন করা হয়। তিনি বলেন, ঢাকা পস্টে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে, প্রতিষ্ঠানটির জন্য অনেক অনেক শুভকামণা। ঢাকা পোস্টেকে দেশের শীর্ষস্থানীয় অনলাইনে পরিনত করতে এর নেপথ্যে যারা রয়েছেন তাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। ঢাকা পোষ্ট সাদাকে সাদা ও কালোকে কালো বলে। অমি আশা করি নিরপেক্ষতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে ঢাকা পোষ্ট। যেহেতু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ঢাকা পোস্ট দেশের অনলাইন পোর্টলগুলোর মধ্যে তাদের অবস্থান শীর্ষে নিয়ে গেছে, আমার প্রত্যাশা থাকবে ভবিষ্যতেও এই বস্তুনিষ্ঠতার ধারা ধরে রেখে দেশের প্রথম সাড়ির গণমাধ্যমে নাম লিখাবে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ঢাকা পোস্টের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃয়া ব্যক্ত করে বলেন, ‘সত্যের সাথে সন্ধি’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা পোষ্ট তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এত অল্প সময়ের মধ্যেই নিরপেক্ষতার প্রমাণ রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে গনমাধ্যমটি। সারাদেশের জনদুর্ভোগ কিংবা দুর্নীতি, রাজনীতির রাজপথের নানা খবর, সফলতার গল্প কিংবা মানাবক সংবাদ পরিবেশনের মাধ্যমে পঠকের জনপ্রিয়তা কুড়িয়ে দেশের সীর্ষস্থানীয় গণমাধমের সাড়িতে জায়গা করে নিয়েছে। ঢাকা পোস্টের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আবির শিকদারের সভাপতিত্বে নিউজ টুয়েন্টিফোর ও দৈনিক কালের কন্ঠ এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিলীপ মন্ডলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, করোণাকালীন সময়ে মরদেহ দাফন ও দাহ করে মানবতার ফেরিওয়ালা উপাধী পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার খোরশেদ আলম খন্দকার, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এ্যসোসিয়েশন ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার রাজু আহমেদ প্রমূখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯