আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:১৬

সিদ্ধিরগঞ্জে মহানগর আ’লীগের সম্মেলন নিয়ে ধুয়াশা!

ডান্ডিবার্তা | ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১০টি ওয়ার্ড সম্মেলন নিয়ে দেখা দিয়েছে ধুয়াশা। ইতিমধ্যে সমন্বয় সভা বা সম্মেলন করার সিদ্ধান্ত নেয়ার জন্য মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহাকে দায়িত্ব দেয়া হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের অধীনে দীর্ঘদিন ধরে ওয়ার্ড কমিটি থেকে বঞ্চিত নেতাদের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত করা জন্য তাগিদ দিয়েছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। প্রয়োজনে এমপি শামীম ওসমানের সমন্বয়ে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১০টি ওয়ার্ডের সম্মেলন একদিনে করা হবে। চলতি মাসেই এই সম্মেলন করা জন্য প্রস্তুত রয়েছে আনোয়ার হোসেন। সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সম্মেলন পরে ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাঙ্খিত নেতাদের বিজয়ী ঘোষণা জন্য মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা প্রস্তুত রয়েছে। শহর ও বন্দরে একাধিক প্রার্থীতা নিয়ে আনোয়ার হোসেন বলেন, সকলের সহযোগিতায় ১৭টি ওয়ার্ড সম্মেলন সফলভাবে করেছি। একাধিক প্রার্থী থাকায় অনেকগুলো ওয়ার্ডে নেতা নির্বাচিত করতে পারেনি। আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় বেশিভাগ ওয়ার্ডে অনেকে প্রার্থী হয়েছে। আজকে সুদিন আমাদের অনেকদিন ধরে। দুর্দিন আর সুদিন মিলেই তো দল? দুর্দিনে এতগুলো মুখ (প্রার্থী) দেখতে পাই না। সুদিনে আসলে অনেকে বসন্তের কোর্কিল কূ কূ করে কাকের বাসায় ডিম পাড়ে। আবার যখন ডিম পেড়ে যাবে চলে যাবে দুর্দিনে খুজে পাবো না। নারায়ণগঞ্জ মহানগর ১২নং ওয়ার্ড সম্মেলন নিয়ে ইতোমধ্যে আনোয়ার হোসেন ও শামীম ওসমানের নীরব যুদ্ধ চলছে। এই ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়েছে অস্ত্রধারী নিয়াজুল ইসলাম খান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আনোয়ার হোসেন। তিনি গণমাধ্যমে বলেছেন, এটা দলের জন্য দুঃখজনক। নিয়াজুল একটা সন্ত্রাস, অস্ত্রবাজ। আমরা ভাবতেও পারিনি সে এখানে প্রার্থী হবে। তার কোনো কার্যক্রমেও ছিল না। হঠাৎ তার পক্ষে এসে একজন নাম প্রস্তাব করল। কিন্তু কোন প্রার্থী না থাকায় বাধ্য হয়ে তাকেই ঘোষনা করতে হলো। আমরা বুঝলাম যে এখানে কোনো একটা মেকানিজম হয়েছে। যা আমাদের অজান্তেই হয়েছে। এর জের ধরে গত ১১ ফেব্রুয়ারী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক প্রয়াত মফিজুল ইসলামের স্মরণ সভায় এমপি শামীম ওসমান বলেছেন, খন্দকার মোশকাতের মিটিং ভাঙার ব্যাপারে নাসিম ওসমানের সঙ্গে কাজ করেছিলেন নজরুল ইসলাম সুইট। খালেদা জিয়াকে কালো পতাকা দেখানো অপরাধে জেলখানা থেকে ভান্ডাবেডি পড়া অবস্থায় বের করে গুলি করে মারা হয়েছিলো। সুইটের ছোট ভাই নিয়াজুল কে অক্টো অফিসের সামনে মাটিতে শুয়ে মৃত ভেবে গুলি করা হয়ে ছিল। পরে ২৪দিন হলি ফ্যামিলি হাসপাতালে অস্ত্রোপচার করে বাচানো হয়েছিল। অথচ এখন আমাদের কোন কোন নেতা বলেন- কাউকে খুশি করার জন্য যারা ‘ভূষি খেয়ে অভ্যস্ত’। হাই ভাই কি যেন বলে জেলা পরিষদের সব খালি হয়ে গিয়েছিল। তারা আজকে বলেন ‘সন্ত্রাসী’। মূলত, নিয়াজুল ইসলাম খান ছিলেন প্রয়াত গোলাম সারোয়ারের একান্ত সহকর্মী। তাদের একত্রে চলাফেরা রাজনীতিতে ছিলো আলোচিত। ২০১৮ সালে ১৬ জানুয়ারী হকার ইস্যু নিয়ে নিয়াজুল আবারো আলোচনা উঠে আসে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মেয়র আইভী দিক তাক করে পিস্তল উঠিয়ে ছিলেন। মহানগরের ১৭টি ওয়ার্ডের সম্মেলনে অনেকগুলো ওয়ার্ডের ২৩টি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় ১৪৫জন প্রার্থী অপেক্ষা করছে ঘোষনা জন্য। এই পদ নিয়ে খুব দ্রুত কোন সমাধান আসছে না বলে জানিয়েছেন মহানগরের একাধিক নেতারা। এমপি শামীম ওসমান, মহানগর সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা একত্রে সমন্বয় সভায় বসলেই ২৭টি ওয়ার্ডের নেতা নির্বাচিত ঘোষনা আসবে। কবে হতে পারে সেই রকম কোন পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। জানা যায়, ১৩ জানুয়ারী থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ১৭টি ওয়ার্ড সম্মেলন শুরু হয়। প্রথম সম্মেলনে ২৬ ও ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শুধু ২৬নং ওয়ার্ড সভাপতি মেছবাহউদ্দিনকে ঘোষনা দেয়া হয়। ওই সম্মেলনে ২৬নং ওয়ার্ড সেক্রেটারী পদে ৩জন এবং  ২৭নং ওয়ার্ড সভাপতি ২জন ও সেক্রেটারী ৪জন প্রার্থী হন। পরে সম্মেলনগুলোতে ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ২জন ও সেক্রেটারী ৭জন, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ২জন ও সেক্রেটারী ৬জন, ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ১০ জন ও সেক্রেটারী ১৩জন, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ৮ জন ও সেক্রেটারী ১৫জন, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ১১ জন ও সেক্রেটারী ৮জন, ২০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ৭জন ও সেক্রটারী ৮জন, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ৫ জন ও সেক্রেটারী ১০ জন, ১৮নং ওয়ার্ড সভাপতি কামরুল হাসান মুন্না ও সাধারণ সম্পাদক কবির হোসাইন নির্বাচিত, ১৭নং সভাপতি ২জন, সেক্রেটারী আসাদউল্লাহ নির্বাাচিত, ১৬নং ওয়ার্ড ৫জন ও সেক্রেটারী ৩জন, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পল নির্বাচিত, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম পারভেজ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নির্বাচিত, ১৩নং ওয়ার্ড সভাপতি প্রার্থী ২জন ও সেক্রেটারী ১০জন, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিয়াজুল ইসলাম খান ও সেক্রেটারী জাহাঙ্গীর আলম নির্বাচিত এবং ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ২জন ও সেক্রেটারী জসিম উদ্দিন নির্বাচিত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা