আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৩৮

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে গুড়ো দুধের প্রচার!

ডান্ডিবার্তা | ২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ‘ক্যাম্পেইনে আগত শিশুদেও অভিভাবকদের মাঝে শিশুদের বিভিন্ন কোম্পানির কৌটার দুধের প্রচার করে কোম্পানীর রিপ্রেজেনটিভরা। আর এমন প্রচারের ছবি তুলতে যাওয়ায় সময় সাংবাদিকদের বাঁধা প্রদান করা হয়। গতকাল সোমবার সকাল ৮টা থেকে একযুগে সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়। নারায়ণগঞ্জ জেলাতেও তার ব্যতিক্রম নয়। কিন্তু সদর উপজেলায় দেখা গিয়েছে তার উল্টো। সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আসিফ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ এর উদ্বোধন করেন। তারপরই সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলতে থাকে মাদ্রার স্মাইলের বিভিন্ন কৌটার দুধের প্রচার এবং শিশুর বয়স জিজ্ঞাসা করে দিতে থাকেন লিফলেট বাজার থেকে ক্রয় করার জন্য। জানা যায়, প্রথম এক ঘন্টা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ভালোভাবে চললেও তার কিছুক্ষণ পর মদ্রার স্মাইল থেকে ৭ থেকে ৮ জনের একটি গ্রুপ এসে ক্যাম্পেইনের টিকাপ্রদানকারীকে সরিয়ে নিজেরাই শিশুদের ভিটামিন এ খাওয়াতে শুরু করে এবং তার সাথে শিশুদের বয়স জিজ্ঞাসা করে তাদের বিভিন্ন কোম্পানির দুধ কিনতে বলে হাতে লিফলেট ধরিয়ে দেয়। এ ঘটনার খবর পেয়ে দুপুরে কয়েকজন সাংবাদিক সদর উপজেলা ভিটামিন ক্যাম্পেইনে উপস্থিত হয়ে ছবি তুলতে চাইলে মাদ্রার স্মাইলের লোকেরা বাঁধা প্রদান করেন। এবং তাদের অনুমতি ছাড়া কেনো ছবি তুলার চেষ্টা করা হয়েছে বলে অশোভনীয় ব্যবহার শুরু করে। এসময় ঘটনাস্থলে দেখা যায়, মাদ্রার স্মাইলের ৭/৮ জনের একটি গ্রুপে তারাই শিশুদের ভিটামিন এ খাওয়াচ্ছে এবং কয়েকজন জিজ্ঞাসা করছে শিশুদের বয়স কত। বয়স অনুযায়ী তাদের হাতে কৌটার দুধ কিনার জন্য দাগ কেটে লিফলেট তুলে দেওয়া হচ্ছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কৌটার দুধের প্রচারের নারায়ণগঞ্জ সিভিল সার্জন থেকে কোন অনুমতি বা নির্দেশ আছে কিনা জানতে চাইলে তারা কোন কথা না বলে প্রচার চালাতে থাকেন। বিষয়টি নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অনীক বিশ্বাসের কক্ষে গেলে তাকে পাওয়া যায়নি। দুপুর পৌনে ২ টায় মুঠোফোনে বিষয়টি জানালে ডা.অনীক বিশ্বাস বলেন, এই ধরনের কোন নির্দেশ আমরা দেইনি। কারা এই কাজ করছে আমরা দেখছি এবং তাদের বের করে দিচ্ছি। মুঠোফোনে কথা বলার ৫ মিনিটের মধ্যে মাদ্রার স্মাইলের লোকদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের লোকদের মাধ্যমে বিতাড়িত করেন। এ বিষয় সম্পর্কে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এই বিষয়ে আমি অবগত নয়। তবে এ ঘটনায় যারা জড়িত অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা