আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৩৫

কথিত সাংবাদিকের কু-প্রস্তাবে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

ডান্ডিবার্তা | ২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লায় সাংবাদিক পরিচয় দানকারী ইমতিয়াজ আহমেদ রাসেলের ইভটিজিংয়ের অত্যাচার সইতে করতে না পেরে নারায়নগঞ্জ কলেজে  অর্নাস পড়ুয়া শিক্ষার্থী আয়েশা আক্তার (২০) নামের এক কিশোরী থালা-বাসন দোয়ার লিকুইড পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গত রোববার বিকেলে উপজেলার শিহাচর তক্কার মাঠ বুড়ির গ্রেজ সংলগ্ন আলী আকবরের বাসায় এ ঘটনা ঘটে। কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি ঘটলে কিশোরীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাংবাদিক পরিচয় দানকারী ইমতিয়াজ আহমেদ রাসেল শিহাচর তক্কার মাঠ এলাকার মৃত আনিস রহমান এর ছেলে। এ ঘটনায় কিশোরীর বাবা আলী আকবর বাদী হয়ে ফতুলা মডেল থানায় ইমতিয়াজ আহমেদ রাসেলসহ ২ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে কথিত সাংবাদিক ইমতিয়াজ আহমেদ রাসেল পলাতক রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু। বাদীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, সাংবাদিক পরিচয় দানকারী ইমতিয়াজ আহমেদ রাসেল দীর্ঘদিন ধরে কলেজে যাওয়ার আসার পথে আমার মেয়ে আয়েশা আক্তারকে প্রায়ই উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিত। এঘটনায় কিশোরী তার অভিভাবকদের জানালে কিশোরীর অভিভাবক ওই বখাটে যুবককে সতর্ক করে দেয়ার পরও উত্যক্ত অব্যাহত রাখে। গত রবিবার বিকেলে কিশোরীকে পুনরায় উত্ত্যক্ত করলে ইভটিজিংয়ের বিষয়টি সইতে না পেরে রাগে ও ক্ষোভে ঘরের ভিতর প্রবেশ করে দরজা লাগিয়ে থালা-বাসন দোয়ার ভীম বার (লিকুইড) পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে দরজা ভেঙে কিশোরীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এলাকাবাসী জানায়, সাংবাদিক ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে ইমতিয়াজ আহমেদ রাসেল এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে শিহাচর টক্কার মাঠ সহ বিভিন্ন এলাকার বাসিন্দা। সাংবাদিক ও পুলিশের সোর্স পরিচয় এবং পুলিশের সাথে সখ্যতা থাকায় ভয়ে তার এই অপকর্মের প্রতিবাদ করতে সাহস পায় না। একের পর এক নিরীহ মানুষদের জিম্মি করে মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাই এই রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের দাবি করেছেন সাধারণ মানুষ। এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া যাবে। এদিকে অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালীমহল কথিত সাংবাদিক ইমতিয়াজ আহাম্মেদ রাসেলকে রক্ষার মিশনে নেমেছেন। থানায় ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এমনকি মামলার বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। এঘটনায় কলেজ ছাত্রীর পরিবারটি অসহায়ত্বের মধ্যে দিনযাপন করছেন। বাড়ীর ভিতর জিম্মি অবস্থার মধ্যে রয়েছেন। স্থানীয় থানা পুলিশের কোন ধরনের সহযোগিতাও পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ন্যায় বিচারের স্বার্থে কথিত সাংবাদিক ইমতিয়াজ আহাম্মেদ রাসেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা পুলিশ সুপারসহ নারী সংগঠন এবং মানবধিকারের সহযোগিতা কামনা করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা