আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৩৭

আমার বক্তব্যে কষ্ট পেলে ক্ষমা করবেন

ডান্ডিবার্তা | ২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, রাজনীতি করতে গেলে অনেক কথাই বলতে হয়। কখনো ইচ্ছার বিরুদ্ধেও বলতে হয়। আমার ওইসব কথায় কেউ কষ্ট পেলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকাল সোমবার শহরের উত্তর চাষাঢ়া হীরা মহল সংলগ্ন মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভুষিত প্রয়াত একেএম শামসুজ্জোহার ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, আসলে দুনিয়ায় বেঁচে থাকাটা এক্সিডেন্ট মরে যাওয়াটা স্বাভাবিক। আমরা মানুষ, ফেরেশতা নয় শয়তানও না। আমরা চেষ্টা করছি মানুষের জন্য কাজ করতে। একটাই উদ্দেশ্য আল্লাহকে খুশী করা। মৃত্যুর পর তো মাফ চাওয়ার সুযোগ নেই। আমরা তাই আগেই মাফ চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি থাকতেই পারে। আল্লাহ বলেছেন তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা