আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:২৬

ভাষা সৈনিক সামসুজ্জোহার স্বরণে জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া

ডান্ডিবার্তা | ২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত প্রয়াত একেএম শামসুজ্জোহার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল। আলোচনা সভায় আবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, শামসুজ্জোহা সাহেব ছিলেন নেতাদের নেতা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। একটা সময় তার বাড়ি নিলামে উঠেছিলো, শ্রমিকদের টাকায় বাড়ি ফিরে আসে। জোহা সাহেবের পরিবারের সকল সদস্যরা মানুষের কল্যানে কাজ করে। তাই মানুষ দল বেধে ছুটে যায় ওই পরিবারের কাছে। তিনি আরও বলেন, আপনারাই নৌকার শক্তি। নৌকার পক্ষ নিয়ে প্রতিটা ঘরে ঘরে চলে যান। দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিতে যে সরকার নিরলস প্ররিশ্রম করছে তার শ্লোগান শেখ হাসিনার সরকার, বারবার দরকার, ঘরে ঘরে পৌছে দেন। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম খান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সওদাগর খান, সদর থানা যুবলীগ এর সাধারণ সম্পাদক এস এম সালেহ আহম্মেদ খোকন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এড. মোঃ স্বপন ভূঁইয়া, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক নেতা মোঃ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ বিপ্লব, মোঃ কামরুল প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা