আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:৩১

গিয়াসের কমিটি নিয়ে নয়া সমালোচনা

ডান্ডিবার্তা | ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সবাইকে চমক দিয়ে নারায়ণগঞ্জ বিএনপির আহবায়ক হয়ে আলোচনায় উঠে এসেছে দলটির সাবেক সাংসদ গিয়াস উদ্দিন। কিন্তু কিছুদিন না যেতেই বিতর্কে জড়িয়েছেন তিনি। জেলার পাঁচটি কমিটির অনুমোদন দেয়ার পর সমালোচনার ঝড় উঠেছে দলের নেতাকর্মীদের মধ্যে। বিএনপির সক্রিয় নেতাকর্মীদের অভিযোগ, গিয়াস উদ্দিন এখনো ২০০১ সালের রাজনৈতিক পরিমন্ডলে আবদ্ধ রয়েছে। বতর্মান সময়ের রাজনীতির সাথে তিনি নিজেকে মিলিয়ে নিতে পারেননি। যার কারণে দেড়যুগ ধরে নিস্ক্রিয়দের কমিটির গুরুত্বপূর্ণ পদে এনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপির এ নেতা। বিএনপির একাধিক সূত্র জানায়, জেলা বিএনপির আহবায়ক কমিটি হওয়ার পর থেকে সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বাধীন দলের একটি অংশ গিয়াস উদ্দিনকে মেনে নিতে পারেনি। দলের এই অংশটি পৃথক ভাবে দলীয় কর্মকান্ড করে যাচ্ছেন। সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও পৃথকভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। সূত্র জানায়, কমিটির প্যাডে কাগজের নিচের দিকে উল্লেখ ছিলো, আহবায়ক এবং প্রথম যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে অধীনস্থ ইউনিট কমিটি অনুমোদিত হবে। তবে ঘোষিত পাঁচ ইউনিট কমিটির একটিতেও ছিলো না মামুন মাহমুদের স্বাক্ষর। এমনকি তাকে জানানো হয়নি দাবি তার। নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ পাঁচ ইউনিট কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন। তবে অভিযোগ উঠেছে কমিটিগুলোতে কেন্দ্রের নির্দেশনা ও জেলা বিএনপির কমিটির নিয়ম মানা হয়নি। এ কারণে কমিটিগুলো অবৈধ দাবি করছেন কমিটির জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ। জানা যায়, গত বছরের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনকে ও সদস্য সচিব করা হয়েছে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনকে। এতে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মামুন মাহমুদ, মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব, লুতফর রহমান খোকা, মোশারফ হোসেন ও জুয়েল আহমেদকে। জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা কেন্দ্রের নির্দেশনার বাইরে এক চুলও নড়ি না। কেন্দ্রের সাথে আলোচনা করে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পাঁচ ইউনিট কমিটি করা হয়েছে। যারা রাজপথে ও দলীয় কর্মকান্ডে সক্রিয় ও দলের নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল তাদের দায়িত্বে আনা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা