আজ রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ১২ জিলকদ ১৪৪৬ | সকাল ৯:৫০

গ্যাস বিষ্ফোরণে ৪জন দগ্ধ

ডান্ডিবার্তা | ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের গ্যাস লাইনের পাইপ লিকেজ থেকে একটি বাড়িতে বিস্ফোরণে ৪জন দগ্ধ হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার বারেক মেম্বারের বাড়িতে ওই ঘটনা ঘটে। আহতরা হলেন, নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা আরএফএল কোম্পানির সেলস্ রিপ্রেজেনটেটিভ মো. সজিব (২৭), মামুন মিয়া (৩২) মো. জাকারিয়া (৩৪) ও সিদ্ধিরগঞ্জের বাসিন্দা এবং হাতিল কোম্পানির রুবেল হোসেন (৩০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহান ভাষা দিবসের বন্ধ পাওয়ায় ৪জনই ওই বাড়ির একটি রুমে অবস্থা করে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যায় রান্না ঘরে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় আগুনে দগ্ধ হন ওই চারজন। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। সেখানে থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক আহসান হাবিব বলেন, গ্যাস লাইনের পাইপ লিকেজ ঘটনাটি ঘটে। পুলিশ ওই বাড়িতে যাওয়া আগেই স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে সজিবের শরীরের ৪০ শতাংশ, মামুন মিয়ার ৩০ শতাংশ, রুবেলের ২৮ ও জাকারিয়ার ২৩ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা