
ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এনিয়ে চলছে জল্পনা কল্পনা। এক বছর আগেই এবার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলি। নারায়ণগঞ্জের নেতারা নির্বাচনে অংশ নেয়ার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে সাধারণ মানুষ ও বিরোধী দলগুলির অভিমত এই নির্বাচন কি আগের নির্বাচনের মতো একতরফা নাকি দিনের ভোট রাতে হবে এ নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। বিগত তিনটি নির্বাচনে জনগনের অধিকার কেড়ে নেয়া হয়েছে বলে অনেকে মন্তব্য করেন। করেনেক মন্তব্য করেন, এবারের নির্বাচনে কি হবে পরিস্থিতি সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এবারের নির্বাচনকে সামনে রেখে একমাত্র জাতীয় পার্টি ছাড়া বাকী সব দল এক প্লাটফর্মে আসতে শুরু করেছে। দেশের বিরোধী দলগুলির মতে বিগত তিনটি নির্বাচন ধরে দেশের জনগনের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে এ অভিযোগ একাধিক রাজনৈতিক নেতার। তারা বলেন, মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারছে না। তাদের মতে গোটা দক্ষিন এশিয়ায় একমাত্র বাংলাদেশের মানুষের কোনো ভোটের অধিকার নেই। তারা আরো মনে করেন সরকার র্যাব পুলিশ সেনাবাহীনীকে এমন ভাবে কব্জা করেছে যে এদের সহায়তায়ই বিগত এক যুগের বেশি সময় ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গেছে। তাই আগামী নির্বাচনে সরকার যাতে এমনটি করতে না পারে এর জন্য সব বিরোধী দল এক হয়ে মাঠে নেমেছে। বর্তমানে দেশে সরকার উন্নয়নের দাবি করলেও বাস্তবে সাধারন মানুষের নুন আনতে পান্তা ফুরায়। দেশের অর্ধেক মানুষ এখন খাদ্য সংকটে ভুগছেন বলে মনে করেন বিরোধী দলগুলি। রাস্তাঘাটে ভিক্ষুকের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় বেড়ে গেছে। ঘর থেকে বের হলেই হাত পাতছে বহু মানুষ। একেক সময় একেকটি পন্য নিয়ে চলছে তেলেসমাতি কারবার। বিগত সরকারের সময়ের চল্লিশ টাকা লিটারের সয়াবিন তেল এখন দুইশ টাকা লিটার। তাও বাজারে ঠিক মতো পাওয়া যাচ্ছে না। বিশ টাকার চাল কিনতে হচ্ছে ৮০ টাকায়। নিত্য প্রয়োজনীয় খাদ্যপন্য কিনতে এখন হিমসিম খাচ্ছে সাধারন মানুষ ও মধ্যম আয়ের মানুষ। তাহলে সাধারন মানুষের জীবনমানের উন্নয়ন হলে উন্নত রাষ্ট্র বরে। বাস্তবে উন্নত রাস্ট্রেতো তাকে বলে যে দেশের মানুষ একশো টাকা উপার্জন করে সত্তুর টাকা খরচ করে আরো ত্রিশ টাকা সঞ্চয় করে। এ দেশের মানুষের সঞ্চয় করা সম্ভব হচ্ছে না। বরং যত দিন যাচ্ছে ততোই ঋনের বোজায় জর্জরিত মানুষ। রাস্তাঘাটের উন্নয়ন মানেই উন্নয়ন নয়। এর আগে শ্রীলঙ্কা তাদের দেশে উরোপের মতোই অবকাঠামোগত উন্নয়ন করেছে। কিন্তু এখন তারা না খেয়ে থাকছে। তাই বিরোধী দলগুলি মনে করে বাংলাদেশের মানুষ উন্নয়নের নামে লুটপাট চালিয়ে দেশকে শ্রীলংকা আর পাকিস্তানের মতোই দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। একটি অনির্বাচিত অবৈধ সরকার দেশকে এরই মাঝে অনেকখানি ঋনের ভারে জর্জরিত করে ফেলেছে। তাই এ দেশকে বাঁচাতে একটি অবাধ ও সুষ্টু নির্বাচনের কোনো বিকল্প নেই। কারন নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত না হলে কখনোই দূর্ণীতি লুটপাট বন্ধ হবে না। কারন মানুষ ভোট দিতে পারলে কোনো খারাপ মানুষকে নির্বাচিত করেন না। তাই এই দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হলে সব দল মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন আদায় করার কোনো বিকল্প নেই বরে মনে করেন রাজনৈতিক নেতারা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯