আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:২৯

না’গঞ্জে বাড়ছে মাদকের চাহিদা!

ডান্ডিবার্তা | ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট একের পর এক বাংলাদেশের নিষিধ মাদক গাঁজার বড় চালন ধরা পড়ছে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের হাতে। সাথে কখনো কখনো গ্রেপ্তার হয়েছে মাদক সরবরাহ কারী মাদক ব্যবসায়ী।  বিপুল পরিমান মাদক জব্দ হওয়ায় মানুষের মাঝে প্রশ্ন জেগেছে; এটাকি অভিযানের সফলতা নাকি বাড়ছে চাহিদা! বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী, সফলতা হিসেবেই দেখছে। তবে, মাদক বিরোধী কার্যক্রমে জড়িতরা বলছে, নারায়ণগঞ্জ জেলায় মাদকের সরবরাহ চাহিদা বৃদ্ধির কথা। নারায়ণগঞ্জে শুধু ফেব্রুয়ারি মাসেই ২৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ইয়াবা ফেনসিডিলের ছোট বড় বেশ কয়েকটি চালান। অভিযোগ রয়েছে, অভিযানে সরবরাহকারীরা গ্রেপ্তার হলেও রাঘব বোয়ালরা থেকে যাচ্ছে পর্দার আড়ালেই। জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকা থেকে ৩৬ কেজি গাঁজাসহ যুবককে আটক করে র‌্যাব। একই দিন, ফতুল্লার পাগলা পশ্চিম নয়ামাটি এলাকা থেকে ২৫ কেজি গাঁজা, ১৭৫ বোতল ফেন্সিডিল বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ। এর আগে ১৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থেকে ২৮ কেজি গাজাঁসহ এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব। একই দিন ১২ কেজি গাঁজাসহ আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাট ফল মার্কেট এলাকা থেকে র‌্যাবের হাতে দুইজন গ্রেপ্তার হয়। ফেব্রুয়ারি আড়াইহাজার থেকে ৩৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করে র‌্যাব। একই দিন, ২০ কেজি ৫শ’গ্রাম গাঁজাসহ ৪জনকে আটক করেছে র‌্যাব। গত ফেব্রুয়ারি আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরী ঘাট এলাকা থেকে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জনকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে, ফেব্রুয়ারি বন্দর উপজেলা থেকে ৯২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করে র‌্যাব। এর আগে, একই দিন আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেঁড়িঘাট এলাকা থেকে হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, আসলে মাদকের চালানটা আপ-ডাউন করে, তাই এটা বলা মুশিকিল। আর আমাদের অভিযান সবসময় চলমান থাকলেও সফলতা সবসময় আসে না। তবে, আমাদের চেষ্টা সবসময়ই অব্যহত থাকে। মাদকের চাহিদাটাও বৃদ্ধি পেতে পারে আবার আমাদের অভিযানের সফলতাটাও বাড়তে পারে। দেখা যায় একটি পথে মাদকের চালান ধরা পরলে, মাদকব্যবসায়ীরা তাদের রুট পরিবর্তন করে ফেলে। আর রুট পরিবর্তন করলে দেখা যায় আমাদের অভিযানের সফলতাটা কমে আসে। তাই তাদের মতো করে আমাদেরও নতুন পন্থা অবলম্বন করতে হয় তাদের ধরার জন্য। তিনি আরও জানান, মাঝে মাঝে আমরা মাদকের সাথে জড়িত মূল আসামীদের পাই, মাঝে মাঝে পাই না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, মাদকের চালানটা ঢাকা বা অন্য কোথাও পাঠানো হচ্ছিলো। সেক্ষেত্রে আমরা যে মূল মাস্টারমাইন্ড. তাকে ধরা সম্ভব হয় না। তবে চালানটি নারায়ণগঞ্জের হলে দেখা যায় একাধীক আসামী ধরা পরে। সেই মাদকটা কার কাছে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে; এরকম। আমরা সবসময়ই চেষ্টা করি যে, শুধু বাহক না; যে মূল মাদক ব্যবসায়ী তাকে ধরার। অনেক ক্ষেত্রে আমরা পাইও।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা