
ডান্ডিবার্তা রিপোর্ট একের পর এক বাংলাদেশের নিষিধ মাদক গাঁজার বড় চালন ধরা পড়ছে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের হাতে। সাথে কখনো কখনো গ্রেপ্তার হয়েছে মাদক সরবরাহ কারী ও মাদক ব্যবসায়ী। বিপুল পরিমান মাদক জব্দ হওয়ায় মানুষের মাঝে প্রশ্ন জেগেছে; এটাকি অভিযানের সফলতা নাকি বাড়ছে চাহিদা! বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী, সফলতা হিসেবেই দেখছে। তবে, মাদক বিরোধী কার্যক্রমে জড়িতরা বলছে, নারায়ণগঞ্জ জেলায় মাদকের সরবরাহ ও চাহিদা বৃদ্ধির কথা। নারায়ণগঞ্জে শুধু ফেব্রুয়ারি মাসেই ২৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ইয়াবা ও ফেনসিডিলের ছোট বড় বেশ কয়েকটি চালান। অভিযোগ রয়েছে, অভিযানে সরবরাহকারীরা গ্রেপ্তার হলেও রাঘব বোয়ালরা থেকে যাচ্ছে পর্দার আড়ালেই। জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকা থেকে ৩৬ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করে র্যাব। একই দিন, ফতুল্লার পাগলা পশ্চিম নয়ামাটি এলাকা থেকে ২৫ কেজি গাঁজা, ১৭৫ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ। এর আগে ১৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থেকে ২৮ কেজি গাজাঁসহ এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব। একই দিন ১২ কেজি গাঁজাসহ আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাট ফল মার্কেট এলাকা থেকে র্যাবের হাতে দুইজন গ্রেপ্তার হয়। ৮ ফেব্রুয়ারি আড়াইহাজার থেকে ৩৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করে র্যাব। একই দিন, ২০ কেজি ৫শ’গ্রাম গাঁজাসহ ৪জনকে আটক করেছে র্যাব। গত ৬ ফেব্রুয়ারি আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরী ঘাট এলাকা থেকে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করে র্যাব। এর আগে, ১ ফেব্রুয়ারি বন্দর উপজেলা থেকে ৯২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করে র্যাব। এর আগে, একই দিন আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেঁড়িঘাট এলাকা থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, আসলে মাদকের চালানটা আপ-ডাউন করে, তাই এটা বলা মুশিকিল। আর আমাদের অভিযান সবসময় চলমান থাকলেও সফলতা সবসময় আসে না। তবে, আমাদের চেষ্টা সবসময়ই অব্যহত থাকে। মাদকের চাহিদাটাও বৃদ্ধি পেতে পারে আবার আমাদের অভিযানের সফলতাটাও বাড়তে পারে। দেখা যায় একটি পথে মাদকের চালান ধরা পরলে, মাদকব্যবসায়ীরা তাদের রুট পরিবর্তন করে ফেলে। আর রুট পরিবর্তন করলে দেখা যায় আমাদের অভিযানের সফলতাটা কমে আসে। তাই তাদের মতো করে আমাদেরও নতুন পন্থা অবলম্বন করতে হয় তাদের ধরার জন্য। তিনি আরও জানান, মাঝে মাঝে আমরা মাদকের সাথে জড়িত মূল আসামীদের পাই, মাঝে মাঝে পাই না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, মাদকের চালানটা ঢাকা বা অন্য কোথাও পাঠানো হচ্ছিলো। সেক্ষেত্রে আমরা যে মূল মাস্টারমাইন্ড. তাকে ধরা সম্ভব হয় না। তবে চালানটি নারায়ণগঞ্জের হলে দেখা যায় একাধীক আসামী ধরা পরে। সেই মাদকটা কার কাছে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে; এরকম। আমরা সবসময়ই চেষ্টা করি যে, শুধু বাহক না; যে মূল মাদক ব্যবসায়ী তাকে ধরার। অনেক ক্ষেত্রে আমরা পাইও।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯