
ডান্ডিবার্তা রিপোর্ট দিন দিন ছোট হয়ে আসছে মহানগর বিএনপির আহবায়ক কমিটি। একে এক সাখাওয়াত-টিপুর নেতৃত্ব ছেড়ে যাচ্ছে যুগ্ম আহবায়ক ও সদস্যরা। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য কমিটি ঘোষনার পরই আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বকে বয়কট করে বিএনপির ১৫ জন সিনিয়র নেতা আলাদা ভাবে দলীয় কর্মসূচি গুলো পালন করে আসছে। আর বাকি ২৬ জন নেতাদের মধ্যে অধিকাংশই থাকছেন না তাদের ব্যানারে। ফলে অনেকটাই নেতা শুন্য হয়ে সহযোগী সংগঠনের উপর ভর করে নিজেদের দলীয় কর্মসূচি গুলো সামাল দেয়ার চেষ্টা করে যাচ্ছেন সাখাওয়াত ও টিপু। এরই মধ্যে তাদের নেতৃত্বকে বয়কট করে কমিটির যুগ্ম-আহবায়ক এম এইচ মামুন সিনিয়র নেতাদের সমর্থন দিয়ে তাদের সাথে এক ব্যানারে দলীয় কর্মসূচি পালন করার ঘোষনা দিয়ে নুতন মেরুর সূচনা করলেন। গতকাল বৃহস্পতিবার বাদ আছর নগরীর উকিলপাড়াস্থ মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুর বাস ভবনে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এম এইচ মামুন নেতৃবৃন্দদের ফুল দিয়ে একাত্ত্বতা প্রকাশ করেন। একাত্ত্বতা প্রকাশ করে এম এইচ মামুন বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করার পরই আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় অংশগ্রহন করা ১৫ সিনিয়র নেতাই এ্যাড. সাখাওয়াত ও এ্যাড. টিপুর নেতৃত্বকে বয়কট করেছেন। সেই সাথে সিনিয়র নেতারা যেভাবে দলীয় কর্মসূচি গুলোতে কর্মী সমর্থনদের জন¯্রােত নিয়ে মাঠে নেমেছেন তা আসলেই ভাববার বিষয়। যেটা অনেকেই পারছেন না। তাছাড়া এই সিনিয়র ১৫ নেতাকে বহিষ্কারের জন্য এ্যাড. সাখাওয়াত হোসেন ও এ্যাড. টিপু অনেক চেষ্টা করেও বহিষ্কার করাতে পারননি। তার মানে এখনও তারা সবাই আমাদের কমিটির নেতা। তাছাড়া বিগত দিনে রাজপথে সক্রিয় ভাবে অংশ গ্রহন করে ছিলো এই সিনিয়র নেতারাই। আর আমি কারো ব্যক্তিগত কর্মচারী না যে তাদের ইচ্ছে মত আমাকে চলতে হবে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে আহবান করবো যারা ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করছে তাদের হাত থেকে দলকে বাচান। আর যারা দলের জন্য নিবেদিত প্রাণ এবং ত্যাগী তাদেরকে সংগঠনের দায়িত্ব দেয়া হউক। মহগানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। তার রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়নের জন্যই দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের জন্য রাজপথে থাকি। আর এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আর এই অধিকার আদায়ের জন্য রাজপথে থাকতে কোন পদ পদবির প্রয়োজন হয় না। আমরা জিয়ার সৈনিক এটাই আমাদের বড় পরিচয়। এসময়ে আরও উপস্থিত ছিলো, মহগানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাবেক সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন আহম্মেদ, হাজী ফারুক হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম মিঠু, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. বিল্লাল হোসেন, মহানগর বিএনপি নেতা শহীদুল ইসলাম রিপন, আলমগীর হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, সহ-সম্পাদক জান্নাতুল ইসলাম রাজীব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯