
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড এর আরামবাগ এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হবি’র ছেলে পুরো সিদ্ধিরগঞ্জের আলোচিত-সমালোচিত কাজি আমির হোসেন। হত্যা, মাদক, ডাকাতিসহ এমন কোন মামলা নেই যা আমিরের বিরুদ্ধে নেই। সম্প্রতি মশিউর রহমান নামে এক ব্যক্তি ফেসবুক আইডিতে দেখা যায় কাঁেদ একটি ব্যাগ নিয়ে চেয়ারে বসে টেবিলের উপর একটি আগ্নেয়াস্ত্র রেখে মুড নিয়ে বসে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উক্ত অস্ত্রের ছবিটি আপলোড করা হলে ছবিটি নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা ধরনের গল্পকথা। মশিউর রহমান ছবিটির সাথে লিখেছেন “সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড আরামবাগে কথায় কথায় অস্ত্র প্রদর্শন,নিরীহ মানুষদের ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি যেন অহরহ ঘটনা। ছবিতে দেখা যাচ্ছে টেবিলের উপর অবৈধ অস্ত্র নিয়ে বসে আছেন মাদক স¤্রাট অস্ত্র ব্যবসায়ী আমির। প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি মাদক স¤্রাট আমিরের কাছ থেকে এ অবৈধ অস্ত্রটি দ্রুত সময়ের মধ্যে উদ্ধারের জন্য জোড় দাবী জানাচ্ছি”। টেবিলে অস্ত্র রেখে আমির বসে রয়েছে ফেসবুকে আপলোড করার পর তা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা প্রকারের গল্পকথা। ইমরান হোসেন নামে একজন কমেন্টস করেছেন “ অনেক আগ থেকেই সন্ত্রাসী আমির অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে, দেরীতে হলেও আজ তা প্রকাশ পেল, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে বলবো, আমিরের অস্ত্র যেন দ্রুত উদ্ধার করা হয়”। রিফাত মোল্লা নামে আরেকজন কমেন্টস করেন,“ এই সেই পিস্তল ২০১৩ সালে সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লাকে প্রকাশ্যে এ পিস্তল দিয়েই গুলি করেছিলো মাদক স¤্রাট অস্ত্র ব্যবসায়ী আমির। তখন মোহাম্মদ আলী নামের একজনের বুকে লাগে সেই গুলি, সেই মামলার প্রধান আসামী করা হয় আমিরকে” বাবু নামে একজন কমেন্টস করেন,“ মিথ্যা বানোয়াট এডিট করা ছবি, মানুষ বুঝতে পারে অপপ্রচার করে কোন লাভ নেই, জনগন সচেতন আছে, যারা অপপ্রচার করছে তাদের বিচার চাই”। এ রকম প্রায় ৫০ জনের মত অস্ত্র নিয়ে বসে থাকা আমিরের ছবিতে পক্ষে-বিপক্ষে অভিপ্রায় ব্যক্ত করেছেন। স্থানীয় সুত্রে জানান, ২০১৩ সাল থেকেই কাজি আমিরের হাতে প্রকাশ্যে অস্ত্র দেখে স্থানীয়রা যা আজো পর্যন্ত বিদ্যমান রয়েছে। তবে স্থানীয় দাবী,আমিরের কাছে থাকা অস্ত্রটি বৈধ নাকি অবৈধ তা নিয়ে প্রশ্ন প্রশাসনের কাছে। যদি অবৈধ অস্ত্র থাকে তাহলে এতদিন পর্যন্ত কেনইবা তা উদ্ধার করেনি এবং আমিরকে আইনের আওতায় নেয়া হয়নি? আরামবাগসহ পুরো সিদ্ধিরগঞ্জবাসী প্রশাসনের জোড়দাবী জানান, অনতিবিলম্বে কাজি আমিরের কাছে থাকা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা হোক।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯