আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:২৪

বিরোধীদলে বাড়ছে অস্থিরতা!

ডান্ডিবার্তা | ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ বিএনপিতে অস্থিরতা কমছে না। দ্বাদশ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে দলীয় বিরোধ এবং অস্থিরতা। দলের শীর্ষ নেতাদের বিরোধের প্রভাব দলীয় নেতাকর্মীদের উপর প্রভাব পরতে শুরু করেছে। ইতোমধ্যে রাজনীতিতে বিএনপির তৃনমূলে ক্ষোভ দেখা দিয়েছে। দাবি উঠেছে নেতৃত্বেও পরিবর্তনেরও। তবে দলের তৃনমূলের নেতাকর্মীদের দাবিকে উপেক্ষা করেই বিএনপির শীর্ষ নেতারা দলীয় বিরোধ জিইয়ে রেখেছে বলে মনে করছেন দলীয় কর্মীরা। কর্মীদের অভিযোগ, জেলা বিএনপির শীর্ষ নেতারা গণতান্ত্রিক ধারা অবজ্ঞা করার কারনে দলের মধ্যে যেমন নতুন নেতৃত্ব গড়ে উঠছে না। একই ভাবে দলীয় বিরোধ চরম আকার ধারন করেছে। এর জন্য আগামি নির্বাচনে এর মাশুল গুনতে হবে বলেও কর্মীরা মনে করছেন। তবে জেলা বিএনপিতে আহ্বায়ক কমিটিকে পূনাঙ্গ কমিটিতে রূপান্তরের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি না হলে বিএনপির রাজনীতিতে বিরোধ কমবে না। দলকে পূর্নগঠন প্রক্রিয়া বাস্তবায়ন করা গেলে বিএনপির বিরোধ কমে আসবে এমন দাবি বোদ্ধা মহলের। সূত্রমতে, নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি একাধিক ভাগে বিভক্ত হয়ে পরেছে দীর্ঘদিন ধরে। বর্তমানে বিএনপিতে আরো বিভক্তি দেখা দিয়েছে। বিশেষ করে চলতি বছরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেলের চরম ভরা ডুবির পর বিএনপির বিরোধ কতটুকু  প্রকট আকার ধারন করেছে তা প্রকাশ্যে চলে এসেছে। নির্বাচন শুধু বিএনপির আইনজীবীদের মধ্যেই নয়, বিএনপির রাজনীতিতেও এর বিরাট প্রভাব পরেছে বলে রাজনৈতিক বিশ্লেষকমহল মনে করেন। এমনকি বর্তমান জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং সদস্য সচিব মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপি অনেকটা নাজুক অবস্থার মধ্যে রয়েছে। দলীয় কর্মসূচী পালনেও দলটি আলোর মুখ দেখতে পারছে না। আহ্বায়ক কমিটি ভেঙ্গে পূনাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত দলে প্রানচাঞ্চল্য আসবে না বলে তৃনমূল বিএনপির অভিমত। দ্বাদশ নির্বাচনের আগ মুহুর্তে কেন্দ্র জেলা বিএনপিকে পূনাঙ্গ কমিটিতে রূপান্তর করার দাবি তুলেছে তৃনমূল বিএনপির নেতৃবৃন্দ। এদিকে আহ্বায়ক কমিটি পূনাঙ্গ না হওয়া পর্যন্ত বিএনপির চলমান বিরোধ দিনে দিনে আরো বেশী সহিংশ হতে শুরু করেছে। বিএনপির প্রতিপক্ষ বিএনপি এখন বাক যুদ্ধ ছেড়ে সংঘাত সংঘর্ষে লিপ্ত হতে শুরু করেছে। বিএনপির কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নেতৃত্বে পরিবর্তন না হওয়ার কারনে এবং নতুন নেতৃত্ব গড়ে না ওঠায় বিএনপিতে অস্থিরতা চরম পর্যায়ে চলে গেছে। বিএনপির একাধিক সূত্রে জানাগেছে, দলের মধ্যে বিরোধ অব্যাহত থাকলে যে কোন সময় বিএনপির বর্তমান নেতৃত্ব হুমকীর মুখে পরতে পারে। দলের পদধারী নেতাদের অবাঞ্চিত করাসহ বিরোধ তৃনমূলে ছড়িয়ে তা ভয়াবহ রূপ নিবে। যা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও অনেকের আশঙ্কা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা