
ডান্ডিবার্তা রিপোর্ট সকল জল্পনা কল্পনা শেষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের স্বেচ্ছাসেবকলীগের আওতাধীন থানা ও ওয়ার্ডে সম্মেলন শুরু। স্মার্ট বাংলাদেশ স্মার্ট স্বেচ্ছাসেবক স্লোগানে সম্মেলনে নতুন নেতৃত্বে সৃষ্টি বাতাস বয়ে যাচ্ছে। ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত করা হয়। সেই থেকে নতুন নেতৃত্বে সুযোগে নতুন পুরাতন নেতাদের সমীকরণে ১৩ মাস যাবৎ সম্মেলনের পিছনে ছুটে চলেছেন। অবশেষে মাত্র চারদিনে নারায়ণগঞ্জ মহানগরের শহর অঞ্চলের ৯টি ওয়ার্ড ও জেলার অধিনে নারায়ণগঞ্জ সদর উপজেলা সম্মেলন আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি যাদের এই সম্মেলনে দায়িত্ব দিয়েছেন, তারা এখন সম্মেলন করে দায়িত্ব সমাপ্ত করতে চান। নারায়ণগঞ্জের ত্রি-পক্ষীয় শক্তি সমর্থনে সম্মেলন করতে যাচ্ছে কেন্দ্রীয় ভাবে দায়িত্ব পাওয়া নেতারা। তারা জানিয়েছে- এমপি শামীম ওসমান, মেয়র আইভী ও আনোয়ার হোসেন সমর্থকদের এক মঞ্চে রেখে এই সম্মেলন করতে যাচ্ছি। ৪টি সম্মেলন নিয়ে দলীয় কার্যালয়ে সামনে পোষ্টার সাটিয়েছে জেলা ও মহানগর সেচ্ছাসেবকলীগের নেতারা। ২/৩দিন যাবৎ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের আমন্ত্রণ ও সম্মেলন সফল করার লক্ষ্যে এক সাথে কাজ করে যাচ্ছে প্রার্থীরা। পোষ্টার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে সৈয়দপুর বঙ্গবন্ধু অডিটরিয়ামে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নারায়ণগঞ্জ জেলা অন্তভূক্ত সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন অনুষ্ঠানের উদ্বোধক নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহিদ মোঃ বাদল। প্রধান অতিথি থাকবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর হাই। কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ টিপু সুলতানের সঞ্চালয়না কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক উর্মি ঢালী সভাপতিত্বে প্রধান বক্তা হয়ে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি রয়েছেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মুন্সি নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর থানা আওয়াশীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজ মাষ্টার, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, সহ-সভাপতি ইদি আমিন ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য জামির হোসেন রনি, কায়কোবাদ রুবেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শফিউল বাসার বাবু, আল আমিন ও তাহের উদ্দিন সানি। অতিথি নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে, সম্মেলনটি নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের অধিনে হলেও এখানে মহানগরের সাবেক (শামীম ওসমান পন্থী) ও নবীন একজনকে (মেয়র আইভী পন্থী) রাখা হয়েছে। জেলা সম্মেলনে জেলা প্রত্যাশী নেতা বা সাবেক নেতাদের অতিথিতে রাখা যেত। অপরদিকে জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র নেতাদের এখানে অতিথি হিসেবে রাখা হয়নি। আজ শনিবার দুপুরে খানপুর পোলষ্টার ক্লাব মাঠে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের অন্তুভূক্ত ১০, ১১, ১২নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি থাকবেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ টিপু সুলতানের সঞ্চালয়না কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক উর্মি ঢালী সভাপতিত্বে প্রধান বক্তা হয়ে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি রয়েছেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মুন্সি নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য জামির হোসেন রনি, সাবেক সদস্য কায়কোবাদ রুবেল ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হাসান সজীব। আগামী রোববার সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি থাকবেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ টিপু সুলতানের সঞ্চালয়না কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক উর্মি ঢালী সভাপতিত্বে প্রধান বক্তা হয়ে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি রয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন (সদ্য অব্যাহতি নেয়া), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মুন্সি নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য জামির হোসেন রনি, সাবেক সদস্য কায়কোবাদ রুবেল ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হাসান সজীব। আগামী সোমবার শেখ রাসেল পার্কে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের অন্তুভূক্ত ১৬, ১৭, ১৮নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি থাকবেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ টিপু সুলতানের সঞ্চালয়না কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক উর্মি ঢালী সভাপতিত্বে প্রধান বক্তা হয়ে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি রয়েছেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মুন্সি নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য জামির হোসেন রনি, সাবেক সদস্য কায়কোবাদ রুবেল ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হাসান সজীব। তিন দিনে নারায়ণগঞ্জ মহানগরের ৯টি ওয়ার্ড সম্মেলন করতে যাচ্ছে। এই সম্মেলনগুলোতে উদ্বোধক হিসেবে কাউকে রাখা হয়নি। এমনকি মহানগরের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা ও সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীলকে একদিন করে প্রধান অতিথি রাখা হয়েছে। এর ফলে আনোয়ার হোসেন উদ্বোধক হিসেবে প্রতিটি সম্মেলনের মাইন করা হয়। মহানগর কমিটিতে একমাত্র সদ্য সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি নেয়া রবিউল হোসেনকে বিশেষ অতিথি করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে রাজনীতি মহলে চারদিক সমালোচনা সৃষ্টি হয়েছে। রবিউল হোসেন ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হওয়া তাকে মহানগর সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়েছে, সেই অব্যাহতি গ্রহণ করেছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা। সম্মেলনগুলো আনোয়ার হোসেনকে উদ্বোধক হিসেবে মাইনাস ও একটি সম্মেলনে সদ্য অব্যাহতি নেয়া নেতাকে বিশেষ অতিথি করার পিছনে এক প্রভাবশালী এমপি হাত রয়েছে বলে আয়োজকদের সূত্রে জানা গেছে। তারা আরো জানান, সম্মেলন আয়োজকদের এখানে অতিথি রাখা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় নেতারা নিস্ক্রিয় নেতাদেরও এই সম্মেলনে অতিথি করেছেন। যারা মাদক সহ ডিবি পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছিলেন, তারা আজ আবারো নেতা হতে চান। কেন্দ্রীয় নেতারা আজ এক প্রভাবশালী এমপি কথা শুণে সম্মেলনগুলো করে যাচ্ছে। একাধিক নেতারা জানিয়েছে, সম্মেলনগুলো নিয়ম মেনে না করা হলে প্রতিবাদ করা হবে। যদি কাউকে খুশি করার জন্য সম্মেলনকে নষ্ট করবে আর নিস্ক্রিয়দের নেতা ঘোষনা করা হলে পাল্টা কমিটি করা হবে। সবদিক মিলিয়ে চার দিনে এই সম্মেলনগুলোতে একক প্রার্থী হলে ঘোষনা, তা না হলে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সদর উপজেলা ও ওয়ার্ড কমিটিগুলো ঘোষনা করা হবে। এক কথা বলা যায়, ঘষা মাজা মাধ্যমে সম্মেলন করা হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯