আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:২৬

বন্দর নিয়ে মহানগর আ’লীগের ভাবনা

ডান্ডিবার্তা | ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার মধ্যে মতানৈক্য সৃষ্টিতে আবারো ওয়ার্ড সম্মেলনের সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে। শহর অঞ্চলের ৮টি ওয়ার্ড সম্মেলনগুলো নিয়ন্ত্রণে থাকলেও বন্দর অঞ্চলে ৯টি ওয়ার্ড নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। মহানগরে একাধিক নেতা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে চিকিৎসার জন্য কলকাতা গেছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি সপ্তাহব্যাপী চিকিৎসা নিয়ে সময় দিবেন। এর আগে শহর ও বন্দরের ১৭টি ওয়ার্ড সম্মেলনগুলো নিয়ে বসেছিলেন আনোয়ার হোসেন ও খোকন সাহা। ওই মিটিংয়ে শহর অঞ্চলে অঘোষিত ওয়ার্ড নেতাদের নিয়ে সমাধান হলেও বন্দর অঞ্চলের অঘোষিত ৯টি ওয়ার্ড নিয়ে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। এতে কোন সমাধান না হওয়া সভাটি অসমাপ্ত হয়ে শেষ হয়। সূত্রে জানা যায়, বন্দরের ওয়ার্ডগুলোতে খোকন সাহার সমর্থকদের ঠাঁই দেয়া জন্য ছক দেয়া হয়। কিন্তু আনোয়ার হোসেন ওখানে তাদের স্থান দেয়া নিয়ে প্রশ্ন তুলেন এবং আর সমালোচিত হতে চান না বলে জানিয়ে দেন। এমপি শামীম ওসমানের অনুগামীদের ওয়ার্ড কমিটিগুলো পদ পাবার জন্য কাজ করছে খোকন সাহা। অপরদিকে নিজের বলয় পুনরায় জাগিয়ে তুলতে ওয়ার্ডগুলো তার পছন্দের নেতাদের দায়িত্ব দিতে চান আনোয়ার হোসেন। বন্দরে ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছাড়া বাকি ওয়ার্ডগুলোতে শতাধিক নেতা প্রার্থী হয়েছেন। সেখানেও প্রশ্ন তুলেছেন তৃণমূল। ভোট বিহীন সম্মেলন শতাধিক প্রার্থী হবে স্বাভাবিক। যারা প্রার্থী হয়েছে তাদের অর্ধেকের বেশি ওয়ার্ড সদস্য হওয়ার যোগ্য না। দুই ভোটের সম্মেলনে তৃণমূল রীতিমত হতাশ। তারা আরো অভিযোগ করেন, যারা আনোয়ার হোসেন ও খোকন সাহা আস্থাভাজন তারাই নেতা নির্বাচিত হবে। ওই সব নেতাদের অনেকে এলাকাতে কোন মূল্য নাই, তারাও আজ আওয়ামীলীগের নেতা হচ্ছে। বন্দর অঞ্চলে ২৬ ও ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলেন হলেও ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের একজনই সভাপতি পদে প্রার্থী হন। তিনি বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদের ছোট ভাই মেছবাহ উদ্দিন। তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতীয় নির্বাচিত ঘোষনা করা হয়। ২৬নং ওয়ার্ডের সেক্রেটারী এবং ২৭নং ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী পদে একাধিক প্রার্থী হওয়ায় কাউকে ঘোষনা দিতে পারেনি। ওই সম্মেলনে প্রার্থী ও সমর্থকদের বিশৃঙ্খলায় দ্রুত ত্যাগ করেন আনোয়ার হোসেন ও খোকন সাহা। সম্মেলনের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ওসমান গণি গণমাধ্যমে বলেছিলেন, তাদের এমন কান্ডে আমরা হতাশ। এটা আমাদের এলাকা আমাদের এখানে থাকতে হবে। তারা কোন সিদ্ধান্ত না দিয়ে চলে যাওয়া, আমাদের নেতৃত্বে নিয়ে প্রশ্ন উঠবে। অপরদিকে ২৫, ২৪, ২৩, ২২, ২১, ২০, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে ৭টি সভাপতি ও ৭টি সাধারণ সম্পাদক পদের জন্য শতাধিক প্রার্থী হন। সেখানে ৮০ভাগ প্রার্থী খোকন সাহা সমর্থকরা রয়েছে বলে জানিয়েছে নেতারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা