
ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি পুরোদমে রাজপথে সক্রিয় রয়েছেন। কিন্তু তাদের রাজনৈতিক কর্মকা- নিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে সুযোগের অপেক্ষায় রয়েছেন জাতীয় পার্টি। গত বছর থেকে সরকারের পদত্যাগসহ দ্রব্যমুল্য জিনিসপত্রে দাম বৃদ্ধিতে রাজপথে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। বিশেষ সর্বশেষ গত বছরের ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের মাধ্যমে নারায়ণগঞ্জ বিএনপি অগ্রণী ভুমিকা রেখে আলোচনায় আসে। তবে তাদের আন্দোলনকে দমাতে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত পাল্টা কর্মসূচি দিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজপথ দখলে রেখেছে। এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে আড়াইহাজার আসন আড়াই হাজার উপজেলা এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে সক্রিয় হয়ে দলীয় কর্মকা-ের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন। কেননা আড়াইহাজার আসন থেকে আওয়ামী লীগের মনোনীত হয়ে টানা তৃতীয়বারের মত নজরুল ইসলাম বাবু সংসদ সদস্য হয়ে এই আসনটি দখলে রেখেছেন। আগামী নির্বাচনেও দখলে রাখার জন্য এখন থেকে মাঠে সক্রিয় হয়ে আছেন। তবে গতবারের ন্যায় এবার এই আসন থেকে জোরালো ভাবে আওয়ামী লীগ থেকে মনোনয়নের জন্য জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজও মাঠে ময়দানে নিজের অবস্থান তুলে ধরার জন্য সুযোগ খুঁজছেন। এছাড়া পাশাপাশি দলীয় হাই কমান্ড বরার যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু ২০০৮ সনের আগে আড়াইহাজার আসনটিতে বিএনপির শক্ত অবস্থান থাকায় তাদের দখলে ছিল। তবে ২০০৮ সনের পর এখানে রাজনৈতিক হাওয়া পাল্টে যায়। আড়াইহাজার আসনে আওয়ামী লীগ এখনো বেশ শক্ত অবস্থানে। জানা যায়, ২০০৮ সালে আড়াইহাজার আসনটি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে। পরবর্তিতে জয়ের ধারা অব্যাহত রেখে ২০১৪ সনের জাতীয় দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বারের মত সংসদ সদস্য হন নজরুল ইসলাম বাবু। পর্যায়েক্রমে ২০১৮ সনের নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদকে পরাজিত করে তিনি জয়ের ধারাবাহিকতা বজায় রেখে এই আসনে এমপি নির্বাচিত হন। তাই এই আসনটি আওয়ামী লীগ চায় জয়ের ধারা অব্যাহত রেখে তাদের অনুকুলে ধরে রাখতে। তবে তাদের বিপরীতে বিএনপি পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছে। দলীয় সূত্রমতে, আড়াইহাজার আসন থেকে এবার ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী মাঠে নামার চেষ্টা করছে। তাদের মাঝে বতর্মান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবারও শক্ত মনোনয়ন প্রত্যাশী এবং তিনি পাবেন বলে আশাবাদী। জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ। আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্রুনাইয়ের সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, এ ছাড়া আওয়ামী লীগ থেকে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ড. হাবিবুর রহমান মোল্লা ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজালাল মিয়াও আওয়ামী লীগের কার্যক্রমে স্তিমিত থাকায় আওয়ামী লীগের শক্ত প্রার্থী বলতে গেলে এক নজরুল ইসলাম বাবুই। আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি হওয়ার পর তার সুবিধামত কমিটি সাজিয়ে নিতে পেরেছেন বলে আওয়ামীলীগে শক্ত প্রতিদ্বন্দ্বী তৈরি হওয়ার সুযোগই তৈরি হয়নি আড়াইহাজারে। এছাড়া সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নজরুল ইসলাম বাবুর হাত ধরে আওয়ামীলীগের প্রার্থীরাই ইউনিয়ন পরিষদগুলোতে জয়লাভ করায় ইউনিয়ন পর্যায়েও আওয়ামী লীগের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে। অপরদিকে, এ আসনে বিএনপি ত্রিমুখী প্রতিযোগিতায় রয়েছে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর সংসদ সদস্য নির্বাচিত হন। মাঝে ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া ৫৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ফের এমপি নির্বাচিত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও প্রয়াত বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এ এম বদরুজ্জামান খান খসরুর ছেলে সাবেক যুবদল নেতা মাহমুদুর রহমান সুমন সক্রিয় রয়েছে। ২০০৮ সালের পর থেকে গত জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আজাদের প্রভাব যতখানি লক্ষ্য করা গেছে এখন সেটি কমে এসেছে। আর যার ফলে আড়াইহাজারে আগের চাইতে অনেক বেশি সক্রিয় হয়েছে আঙ্গুর ও সুমন। যার ফলে বেকায়দায় রয়েছে আজাদ। জেলা বিএনপির কমিটিতে বড় ধরণের রদবদলের কারণে আজাদ আড়াইহাজারেও বেশি সুবিধা করতে পারছেনা। আড়াইহাজারের অনেক নেতৃত্ব জেলা বিএনপির বর্তমান কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ বাড়িয়েছেন বলে জানিয়েছে সূত্র। আন্দোলন সংগ্রামে রাজপথে আজাদের উপস্থিতি অনেকটাই কমে এসেছে। ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের আজাদের বিরুদ্ধাচারণ বড় আকারে ধরা পড়ছে। আওয়ামী লীগের বর্তমান সাংসদ নজরুল ইসলাম বাবুর সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আঙ্গুর ও সুমনের ঐক্যবদ্ধ কর্মসূচিও দেখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯