আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:২৪

আড়াইহাজারে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ১৫জন আহত

ডান্ডিবার্তা | ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:৩৯ অপরাহ্ণ

আড়াইহাজার প্রতিনিধি আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরম্পরের হামলায় দুইপক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বাতেন, রেজাউল, গিয়াসউদ্দিন, রমজান, নারী, আউয়াল, মোসলেম, মোস্তফা, ফারুক ও সোরাবসহ আরও অনেকে। উপজেলার স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া ৭নং ওয়ার্ড এলাকায় গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে বাতেন ও মোসলেমের লোকজনের মধ্যে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় দুইপক্ষের লোকজনের চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার আশঙ্কা করছে স্থানীয়া। এদিকে অবস্থার অবনতি হলে গিয়াসউদ্দিন, রমজান, নারী, মোসলেম, মোস্তফা ও ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। আহত মোসলেম বলেন, শালমদী চকের মধ্যে একটি ফসলী জমির ১২ শতাংশ পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা রেকর্ডীয় মালিক হয়েছেন। উক্ত জমি বাতেনগং জোরপূর্বক দখলে রেখেছেন। গতকাল শুক্রবার জমিতে চারাগাছ রোপণ করে বাড়ি ফিরার পরই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অর্তর্কিত হামলা চালায়। এসময় তারা শাবল ও লাঠিসোটা দিয়ে এলোপাথারি মারধর করে। এতে আমাদের নারী ও পুরুষসহ অন্তত ৬জন আহত হয়েছেন। এদিকে আহত বাতেন বলেন, জমিটি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমি ভোগদখলে রয়েছি। হঠ্যাৎ করে প্রতিপক্ষ রেজাউলসহ তার লোকজন জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিয়ে তাদের লোকজন আমাদের লোকজনকে বেধরক মারপিট করে। এতে অন্তত ৮ থেকে ৯জন গুরুতর আহত হয়েছেন। এদিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বলেন, স্বাস্থ্যগত অবস্থার অবনতি হওয়ায় ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা