আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:২১

আ’লীগের কর্মীহীন শান্তি সমাবেশ

ডান্ডিবার্তা | ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দেশব্যাপি বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও মহানগর যুবলীগ। গতকাল শনিবার বিকালে শহরের দুই নাম্বার রেলগেটে পৃথক দুটি ব্যানারে এ কর্মসূচি পালন করে দলের শীর্ষ নেতারা। জেলা আওয়ামী লীগের ব্যানারে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, সাবেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমসহ প্রমুখ। অপরদিকে যুবলীগের ব্যানারে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, শ্রমিক নেতা আব্দুল কাদিরসহ প্রমুখ। এদিকে, জেলা আওয়ামীলীগের ব্যানারে পৃথকভাবে অনুষ্ঠিত হওয়া শান্তি সমাবেশে আশানুরূপ ভাবে আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের তেমন একটা দেখা যায়নি। দীর্ঘদীন ক্ষমতার থাকার পরও আওয়ামীলীগের পূর্বঘোষিত শান্তি সমাবেরেশ আশানুরূপ নেতা কর্মী না হওয়ার পেছনে দলের সিনিয়র নেতৃবৃন্দকে দায়ী করেছেন অনেকে। সমাবেশে যোগদান দেয়া নেতাকর্মীদের সাথে আলোচনাকালে তারা জানান, দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে আওয়ামীলীগ। দল ক্ষমতায় আসার পর থেকে দলের নাম ও পদ-পদবী ব্যবহারে করে অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন অনেকেই। দলের নাম ভাঙ্গিয়ে অঢেল সম্পদের মালিক বনে গেলেও সর্বদাই অবহেলিত ছিল তৃনমূল নেতাকর্মীরা। কিভাবে তৃনমূল আওয়ামীলীগের নেতা কর্মীদের দিনানিপাত অতিবাহিত হচ্ছে এ খবর কেউ কখনো নেননি। আর প্রভাব পড়ছে দলের ভিতরে। দলীয় কর্মসূচী গুলোতে তেমন একটা সাড়া দিচ্ছে না তৃনমূল নেতৃবৃন্দ। অনেকেই কষ্ট আর অভিমান নিয়ে দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আর এজন্যই দলীয় কর্মসূচীতে নেতা কর্মীদের স্ফতস্ফুত উপস্থিতি নেই। তবে, দ্বাদশ নির্বাচনের আগে এ সমস্যার সমাধান করা হবে বলেও নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা