আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:২৯

রমজানে যানজটমুক্ত চায় নগরবাসী

ডান্ডিবার্তা | ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে যানজটের কারনে দীর্ঘদিন যাবৎ ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। রমজান মাসে নগরবাসীর এই ভোগান্তি কমাতে গত বছরের ৩ এপ্রিল পহেলা রমজান থেকে নগরবাসীকে যানজট মুক্ত নগরী দিতে তৎপর হয় জেলার পুলিশ প্রশাসন। পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টায় পাল্টে যায় নারায়ণগঞ্জের চেহারা। আগামী মার্চে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এবারও রমজান মাসে সড়কে স্বস্তি চায় নারায়ণগঞ্জবাসী। বিগত রমজানে শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ সদস্যরা। চেকপোস্ট বসিয়ে শহরজুড়ে নজরদারি চালায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এসময় নগরীতে যত্রতত্র হকার বসতে না দেয়া, বঙ্গবন্ধু সড়ক হকারমুক্ত রাখা, নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা প্রবেশ করতে না দেয়াসহ নানা পদক্ষেপ নেয় পুলিশ। এ ছাড়াও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমে জোর দেয় জেলা ট্রাফিক পুলিশ। নিয়োগ দেয়া হয় স্বেচ্ছাসেবকও। শহরের ভেতরে ইজিবাইকের অবাধ বিচরণ, ফুটপাতে হকার বসা, অবৈধ পার্কিংয়ের ব্যাপারে বেশ শক্ত অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলা শ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও পুরো রমজান মাসজুড়ে ছিলেন মাঠে। এতে করে সড়কে ফিরে আসে শৃঙ্খলা। প্রতি বছরই রমজান মাস আসলে নারায়ণগঞ্জে যানজট পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। গত বছর যানজট নিয়ন্ত্রণে পুলিশের সাফল্যের ধারাবাহিকতায় এবারও বিগত বছরের মত রমজানে যানজটমুক্ত সড়ক চায় নগরবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা