আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:১৮

কাঁচপুরে চলছে অবৈধ মেলা

ডান্ডিবার্তা | ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ে বিনোদনের নামে জেলা প্রশাসনকে অবজ্ঞা করে অনুমতি ছাড়াই থানা পুলিশকে ম্যানেজ করে দৈনিক লক্ষাধিক টাকার টার্গেট নিয়ে কাঁচপুর ওমর আলী স্কুলের পশ্চিমে লাগারটেক নদীরপাড় এলাকায় বসানো হয়েছে মেলা। ফারুক হোসেন ও আব্দুস সালাম নামে দু’ব্যক্তি এই মেলা বসিয়েছে। মেলাকে ঘিরে সন্ধ্যার পর জমে উঠে মাদক বেচা কিনা, কিশোর গ্যাং, মাদকসেবী ও বখাটেদের উশৃঙ্খলাতায় বিব্রত হচ্ছে মেলায় আগত নারী ও পথচারীরা। উচ্চস্বরে মাইকে অশ্লীল গানবাজনা ও হইহুল্লায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। জানা গেছে, মেলায় হরেকরকম দোকানপাট, নাগর দোলা, নৌকা দোলা, চরকি ও ট্রেন বসানো হয়েছে বিনোদনের জন্য। মাত্র তিন মিনিটের জন্য নৌকা দোলার টিকিট ৩০/৫০ টাকা, নাগর দোলায় ৩০ টাকা, ট্রেন ৩০, চরকি ৩০ টাকা। হরেকরকম দোকান থেকে চাঁদা নেওয়া হয় দৈনিক তিনশত থেকে ৫’শ টাকা করে। মেলার সুযোগ নিয়ে দেদারছে মাদক বেচা কিনা হচ্ছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। দৈনিক লক্ষাধিক টাকার টার্গেট নিয়ে বসানো হয়েছে এই মেলা। মেলার আয় থেকে দৈনিক মোটা অংকের টাকা বরাদ্দ রাখা হয়েছে সোনারগাঁ থানা পুলিশের নামে। বাকী টাকা ভাগবন্টন হচ্ছে মেলার আয়োজকদের মধ্যে। পেশাদার মেলার আয়োজক ফারুক হোসেন ও আব্দুস সালাম বলেন, সোনরগাঁ থানা পুলিশের সাথে কথা বলে মেলাটি বসানো হয়েছে। তবে লিখিত কোন অনুমতি পত্র দেখাতে পারেননি তিনি। সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলমকে অবৈধ মেলার বিষয়ে ২’দিন আগে অবহিত করলে তিনি বলেন, আমি এখনই পুলিশ পাঠাচ্ছি। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো বন্ধ হয়নি-আমি এখনি ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়টি সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার রেজওয়া-উল ইসলামকে জানালে তিনি বলেন, আমি সোনারগাঁ থানার ওসি সাহেবকে বলে দিচ্ছি ব্যবস্থা নেওয়ার জন্য।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা