আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৩৫

বিএনপির পদযাত্রার সুযোগ নেই: খোকন সাহা

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ গুলো আমাদের সমাপ্ত করতে হবে। তাহলেই নারায়ণগঞ্জের এই দুই প্রয়াত নেতার (শামসুজ্জোহা-চুনকা) আত্মার প্রতি আসলেই শ্রদ্ধা নিবেদন করা হবে। গতকাল রোববার সন্ধ্যায় ২নং গেট এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ট কর্মী, নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতার মরোণত্তর পদকে ভূষিত একেএম শামসুজ্জোহার স্মরণে ওই দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। খোকন সাহা বলেন, বিএনপির বন্ধুরা গতকাল পদ যাত্রা করলেন। এক-দেড় হাজার লোক নিয়ে মিশনপাড়া থেকে খানপুরের রোড বন্ধ রাখলেন। পদযাত্রার নামে মানুষের দুর্ভোগ বাড়ালেন। তাদের আন্দোলন জনসম্পৃক্ত ছিলো না। তাদের আন্দোলন জ্বালাও-পোড়াও এর মতো ছিলো। বিএনপি এখন তত্বাবাধায়ক সরকারসহ ১০ দফা বাস্তবায়ন করতে চায়। তত্বাবাধায়ক সরকারের ফিরে আসার কোন সুযোগ নাই। এ বিষয়ে মহামান্য উচ্চ আদালত নির্দেশনা দিয়েছেন, যে তত্বাবাধায়ক সরকার আর হবে না। তিনি বলেন, ওনারা একটু দুর যায়, আর দাঁড়ায় থাকে। আমার মনে হচ্ছে এটা তাদের শেষ পদযাত্রা। তাদের আর পদযাত্রার সুযোগ নেই। আপনারা জনগনের কাছে মাফ চেয়ে ভোট চান। কারণ ক্ষমতা তাদেরই হাতে। নির্বাচনে আসেন, জনগনের কাছে যান। আমাদের তো দায়িত্ব না আপনাদের নির্বাচনে আনা। এতই ঠেকা পরছে আমগো যে, বিএনপিরে ডাইকা আইনা বলবো নির্বাচন করনে। নির্বাচনের ট্রেন ২০১৪ সালে মিস করছেন আর ২০২৪ সালেও মিস করবেন। জনগন তাদের প্রত্যাক্ষান করেছে। বিএনপিকে বাংলার জনগন আর দেখতে চায় না। এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, এড. হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আরমান, সাংগঠনিক সম্পাদক. এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদ পলু, কার্যকারী সদসন্য এনসিসি ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরসহ অনেকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা