আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৩৪

আড়াইহাজার থানার ওসি প্রত্যাহার

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৫৪ পূর্বাহ্ণ

আড়াইহাজার প্রতিনিধি আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদারকে গতকাল রবিবার প্রত্যাহার করা হয়েছে। তবে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মার্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি নিয়মিত বদলিরই অংশ। তবে তাকে কোন থানায় বদলি করা হয়েছে তা তিনি এড়িয়ে যান। তিনি বলেন, তাকে অফিসে নিয়ে আসা হয়েছে। তবে ক্লোজ করা হয়নি। তবে কি কারণে তাকে বদলি করা হয়েছে তার কারণও তিনি জানাননি।এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মোসলেম হাজী (৬০) নামে এক ব্যাক্তি গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপাতালে প্রেরণ করা হয়। এক পর্যায়ে রাস্তায় তার মৃত্যু হয়। সংঘর্ষের এই সময় পরম্পরের হামলায় দুইপক্ষের অন্তত ১৫জন আহত হন। মৃতের স্ত্রী সায়েরা বেগমের অভিযোগ ছিল, তার পরিবারের লোকজনের ওপর প্রতিপক্ষ হামলা করতে পারে। এমন আশঙ্কায় তার পরিবারের পক্ষ থেকে গত ২১ ফেব্রুয়ারি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। তবে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। সায়েরা বেগম আরও বলেন, আমার পরিবারের লোকজনের ওপর যখন হামলা চালানো হয়। এর আগ মুহুর্তে আড়াইহাজার থানার পুলিশকে ফোন কলে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু পুলিশ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। তার অভিযোগ পুলিশ ওই সময় ঘটনাস্থলে আসলে তার স্বামী মোসলেম মিয়া হত্যাকান্ডের শিকার হতেন না। এনিয়ে গতকাল রোববার বিভিন্ন গণমাধ্যমে ‘পুলিশের দায়িত্বে অবহেলা’ শিরোনামে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এছাড়াও ভারপ্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে র্দীঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ ছিল। তিনি যেকোন অভিযোগের ব্যাপারেই অনেকটা উদাসহীন ছিলেন। এতে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি দায়িত্বে থাকা কালিন সময়ে বিভিন্ন অপরাধসহ ব্যাপকভাবে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। যা অতীতের রেকর্ড ভেঙ্গেছে। সম্প্রতি, স্থানীয় এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, নৈকাহন এক রিকশা চালকের দোকান ঘরে রাতের আধারে আগুনের ঘটনায় অভিযোগ দেওয়ার পরও তিনি কোন পদক্ষেপ নেয়নি। তার এমন অনিয়মে জনমনে নানা প্রশ্নের জ¤œ দেয়। বিভিন্ন সময় ভুক্তভোগীরা থানায় আইনী সহযোগিতা নিতে এসেও নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা