আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৩৫

রোজায় পণ্যমূল্য অস্থিরতা হলে দায় বাজার কমিটির

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রোজার সময় পণ্যের দামে অস্থিরতা দেখা গেলে বাজার ব্যবসায়ী সমিতিকে দায়ী করা হবে। প্রয়োজনে সমিতির নিবন্ধন বাতিলের জন্যে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রোববার নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এই বার্তা দিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে কোনো ধরনের কারসাজি সহ্য করা হবে না। ডলারের বিনিময় মূল্য না বাড়লে আমদানি করা নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে। এলসি নিয়ে বিড়ম্বনা শেষ না হলেও সরবরাহ পরিস্থিতি ভালো। সভায় খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেন, রমজানকে কেন্দ্র করে বড় বড় উৎপাদক ও পরিবেশক কোম্পানি পণ্য সরবরাহ কমিয়ে দেয়। এবারের রমজানে স্বভাবিক থাকবে কিনা তা জানতে চায় তারা। পাইকার ও আড়ৎ পর্যায়ে নজরদাবি বাড়াতে হবে বলে পরামর্শ দেন এসব ব্যবসায়ী। আর দোকান মালিক সমিতি বরেছে, ডলারের দাম না বাড়লে রমজানে আমদানি পণ্যের দাম স্থিতিশীল থাকবে। চিনি ও তেল রিফাইনারি অ্যাসোসিয়েশন বলছে, সরকার নির্ধারিত মূল্যের বাইরে যাওয়ার সুযোগ নেই। এদিকে, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, বাজার ব্যবস্থপনায় কেউ যেন কৃত্তিম সংকট তৈরি না করে তার জন্য প্রস্তুত থাকতে হবে। এফবিসিসিআই বলছে, আমদানি পণ্যের জন্যে সেন্ট্রাল বন্ড ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান জানিয়েছেন, ভতুর্কি মূল্যে নি¤œ আয়ের মানুষের জন্যে আগামীকাল মঙ্গলবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তিন দফা পণ্য বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা