আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:৩০

কাঁচপুরে একই পরিবারের তিন ভাইকে কুপিয়ে হত্যা

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:১০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিন ভাইকে কুপিয়ে নৃশংস হত্যা করা হয়েছে। গতকাল রোববার দুপুর দেড় টার দিকে কাচঁপুর পাচঁপাড়া এলাকায় এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, বড় ভাই আসলাম (৪৮) মেঝো ভাই রফিকুল ইসলাম (৩৫) ও ছোট ভাই রনি(২৮)। নিহত তিনজন একই পরিবারে তিন ভাই। এদিকে রাতে উত্তেজিত এলাকাবাসী হামলাকারীদের বাড়িঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। এসময় হামলাকারীদের বাড়িতে কেহ ছিল না। নারী-পুরুষ সকলেই পলাতক ছিল। কাঁচপুর ইউপির পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লাহ ছানু’র ছেলে। এলাকাবাসী সূত্রে জানায়, কাঁচপুরের পাঁচপাড়া গ্রামের মৃত সানাউল্লার ছেলেদের জমি নিয়ে দীর্ঘদিন যাবত চাচা মহিউদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল। পৈত্তিক সম্পত্তি দখল-বেদদখল নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক বার মারামারি ও মামলা মোকাদ্দমা রয়েছে। গতকাল রোববার দুপুরে জমির উপর দিয়ে সরকারি ভাবে ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছিল। এসময় মৃত সানাউল্লাহর বড় ছেলে আসলাম সানি, মেঝো ছেলে রফিকুল ইসলাম ও ছোট ছেলে মো. রনি ড্রেনের জন্য পাইপ বসাতে শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন আপন চাচাতো ভাই মোস্তফা, মফিজুল, মারুফ ও মামুন। পরে ড্রেন নির্মাণ কাজে বাঁধা দেয় তারা। এসময় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মহিউদ্দিনের ছেলে মোস্তফা গংরা ধারালো অস্ত্র দিয়ে চাচাতো ভাই আসলাম সানি, রফিকুল ও রনিকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। দারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় মাঠিতে পড়ে থাকে তিন জনের দেহ। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় আলবারাকা হাসপাতালে নিয়ে গেলে আসলাম সানি ও মো. রনিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অপরদিকে মেঝো ভাই রফিকুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বিকেলে মারা যায়। প্রত্যক্ষ্যদর্শী স্থানীয় বাসিন্দা আফজাল জানান, সীমানার প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে ডেকোরেটর ব্যবসায়ী আসলাম সানি ও তার মেঝো ভাই রফিকুল ও তারই ছোট রনি মিলে সরকারি ড্রেন নির্মাণ কাজ করছিলেন ওই বাড়িতে। এসময় আপন চাচাতো ভাইয়ের ছেলে মোস্তফা, মামুন ও মফিজুল কাজে বাধা দিয়ে প্রথমে আসলামকে হামলা করে। ভাই আসলামকে বাঁচাতে এগিয়ে আসেন মেঝো ভাই রফিকুল ও ছোট ভাই রনি। এঅবস্থায় হামলাকারিরা তাদেরকেও এলোপাথারি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে বড় ভাই আসলাম ও ছোট ভাইকে রনিকে মৃত ঘোষণা করা হয়। মেঝো ভাই রফিকুলে অবস্থার অবনতি দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল হাসপালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুব আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনার পর পর দুই ভাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন চিকিৎসক। অপর ভাই রফিকুল ইসলাম চিকিৎসাধিন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। একই পরিবারের তিন জন হত্যাকান্ডের ঘটনায় ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা