
ডান্ডিবার্তা রিপোর্ট দেড় বছরেরও কম সময় বাকি দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনের। আর নির্বাচনকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজনীতি। জেলায় প্রধান রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে আন্দোলন সংগ্রামে মাঠে সভা সমাবেশ চালিয়ে আসছে। মাঠের প্রধান বিরোধীদল বিএনপি দীর্ঘদীন ক্ষমতায় থাকা আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন সভা সমাবেশ চালিয়ে আসছে। এদিকে আন্দোলনের নামে বিএনপির অরাজকতা প্রতিরোধে মাঠে অবস্থান নিয়েছে আওয়ামীলীগ। তবে, নারায়ণগঞ্জের রাজপথে বিএনপির অস্তিত্ব জাগান দিতে সফল হলেও এর উল্টো চিত্র দেখা গেছে ক্ষমতাসীনদল আওয়ামীলীগের রাজনীতিতে। ১০ দফা দাবি আদায়ে তাদের কর্মসূচীগুলোতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে নজর কাড়ছে সাধারন মানুষের আর ক্ষমতায় থাকা আওয়ামীলীগ তাদের দলীয় কর্মসূচীগুলোতে সামাণ্য নেতাকর্মীদের উপস্থিতিতে নাম সর্বস্ব কর্মসূচী পালন করে আসলেও আলোচনায় নেই আওয়ামীলীগের রাজনীতি। সম্প্রতি কয়েকটি দলীয় কর্মসূচীগুলোতে নজর রাখলেই এর সত্যতা প্রতিফলিত হয়। মূলত দলীয় কোন্দলের কারনে রাজনৈতিক ময়দানে মাঠের প্রধান বিরোধীদল বিএনপি থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে আওয়ামীলীগ এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। সূত্রমতে, নানা কারণে বির্পযস্ত বিএনপির নেতাকর্মীরা রাজনীতি থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল দীর্ঘদীন ধরে। সম্প্রতি ১০ দফা আন্দোলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সমন্বয়ে রাজপথে নিজেদের দখলে রেখেছে। এদিকে দল ক্ষমতায় থাকার পরও রাজপথে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাদের দেখা যাচ্ছে না। সর্বশেষ, জেলা আওয়ামীলীগের সম্মেলনে ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দকে এক মঞ্চে দেখা গেলেও এর পূর্বে এবং পরবর্তী সময়ে ঐক্যবন্ধভাবে আওয়ামীলীগের নেতৃবৃন্দকে তেমন একটা দেখা যাচ্ছে না। দলীয় কোন্দলের কারনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পৃথক ভাবে কর্মসূচী পালন করে আসছেন। তবে অভিযোগ উঠেছে, ক্ষমতাসীনদলের নেতারা দলের থেকে তাদের ব্যক্তিগত কর্মসূচীতে সময় ব্যয় করে যাচ্ছেন। পাশাপাশি সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতে তেমন ভূমিকা না থাকলেও নিজ বলয়কে শক্তিশালী করতে ব্যস্ত রয়েছেন নেতারা। যার ফলে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতারা কয়েকটি ভাগে বিভক্ত রয়েছে। সূত্র বলছে, হামলা-মামলায় জর্জরিত হয়ে দীর্ঘদিন ধরেই রাজপথে নেই নারায়ণগঞ্জ বিএনপি। এদিকে দ্বাদশ নির্বাচন ঘনিয়ে আসলেও দলীয় কোন্দল কোনঠাসা জেলা ও মহানগর বিএনপির রাজনীতি। নির্বাচনের পূর্ববর্তী সময়ে দলীয় কোন্দলের বিষয়টি ভাল চোঁেখ দেখছে না রাজনৈতিক বিশ্লেষকমহল। এঅবস্থা চলমান থাকলে নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখা চ্যালেন্জের মুখে পড়বে বলেও আশংকা করা হচ্ছে। এছাড়া বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে অনেক কর্মীও একাধিক মামলার আসামী হয়ে ফেরারী জীবন যাপন করছে। আত্মগোপনে থেকে পুলিশি হয়রানী ও গ্রেফতার থেকে নিজেদের রক্ষা করছে কেউ কেউ। তবে কবে নাগাদ এসব ফেরারী নেতারা নারায়ণগঞ্জে ফিরে আসতে পারবে এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মামলার ঝটিলতা কাটাতে না পারলে বিএনপি-জামাতের নেতাদের প্রকাশে আসা অনেক সময়ের ব্যাপার। তবে যখন বিএনপি রাজপথের বাইরে তখন রাজনৈতিক অঙ্গন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রনে থাকার কথা থাকলেও বাস্তবে তা হয়নি যতটুকু দেখা যাচ্ছে তা শুধুই নেতাদের ব্যক্তিগত কর্মসূচীগুলোতে। সর্বশেষ, জেলা আওয়ামীলীগের সম্মেলনে আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে এক মঞ্চে দেখা গেছে। এছাড়া, নেতারা রাজপথে না থাকলেও স্থানীয় সাংসদরা তাদের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন। কিন্তু জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতারা দলের চেয়ে নিজ বলয়কে শক্তিশালী করতে কাজ করছেন। এছাড়াও নিজ বলয়কে শক্তিশালী করতে দলের মধ্যে কোন্দল সৃষ্টি করছেন জেলা ও মহানগর আওয়ামীলীগ শীর্ষ একাধিক নেতা-এমন অভিযোগও রয়েছে। আর জেলা ও মহানগর বিএনপি দ্বাদশ নির্বাচনকে ঘিরে সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার বদলে ঘরের কোন্দল নিরসনেই হিমশিম খাচ্ছে। তাদের মধ্যে রাজনৈতিক মোকাবেলার কোন লক্ষণ নেই বললেই চলে। তবে, রাজনীতিতে ক্ষমতাসীনদলের থেকে বিএনপি অনেকটাই এগিয়ে রয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯