আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:২৬

ধুলোবালিতে হুমকির মুখে জনস্বাস্থ্য!

ডান্ডিবার্তা | ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘ যানজটের পাশাপাশি ফতুল্লাবাসীর জন্য আরেক অভিশাপের নাম হলো ধুলোবালি। পুলিশ লাইন থেকে শুরু করে পোস্তগোলা পর্যন্ত যাতায়াতের সময় গাড়ির চাকার সাথে উড়ে আসা ধুলোবালিগুলো দেখলে মনে হয় এ যেন শীতের কুয়াশায় আচ্ছন্ন একটি মহাসড়ক। সরেজমিনে জমিনে দেখা যায়,প্রতিদিন এ রুট দিয়ে ছোট-বড় কয়েক হাজার যানবাহন চলাচল করছে। পুলিশ লাইন লোহার মার্কেটের পর থেকেই শুরু এ ধুলোবালির যন্ত্রনা। যা থেকে মায়ের কোলে থাকা শিশু থেকে শুরু সর্বোচ্চ বয়সী মানুষটিও মুক্তি পাচ্ছেনা এ ধুলোবালি থেকে। রাস্তার দু’পাশে ছোটবড় ব্যবসা প্রতিষ্ঠান, সারিবদ্ধভাবে দাড় করানো গাড়ি, নতুন বাসাবাড়ির ইমারত সামগ্রী, ফতুল্লা বালুঘাট থেকে শুরু পাগলা মুন্সিখোলা পর্যন্ত ইট-বালু রেখে ব্যবসা করানোসহ বিভিন্নভাবেই এ ধুলোবালি তৈরীর উৎস হিসেবে দেখছেন সেই রুট দিয়ে চলাচলকারী যাত্রী সাধারন। এ রুটে চলাচলকারীরা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জের পুরাতন এ সড়কটির অবস্থা খুবই নাজুক। পুরোনো এ সড়কটি চওড়া না করায় মানুষের পাশাপাশি যানবাহন বৃদ্ধির ফলে যানজট লেগেই থাকে। প্রায় ৩০ ফিট চওড়া এ সড়কটির উভয় পাশে প্রায় ২০ফুট রয়েছে কাচাঁ রাস্তা। সেখানেই সারিবদ্ধভাবে যানবাহন দাড় করিয়ে রাখা,ইট-বালুর ব্যবসার ফলে জমে থাকা বালুগুলো রোদ্রের প্রখরতার ফলে সেটার উপর দিয়ে চলছে ছোট-বড় যানবাহনগুলো। যানবাহনের চাকা সাথে উড়ে বালুগুলো রাস্তায় চলাচলরত মানুষকে নাকে রুমাল চেপে চলতে হচ্ছে। এছাড়াও ফতুল্লা বালুঘাট, দাপা বালুঘাট, পাগলা তালতলা ও মুন্সিখোলা এলাকায় ইট-বালু বিক্রি করছে। ট্রাকে বালু ও ইট লোড-আনলোডের পর অবশিষ্ট বালুগুলো না সরিয়ে রাখায় সেগুলো গাড়ির চাকার সাথে উড়ে রাস্তায় ধুলোবালি উড়ছে যা দেখলে মনে হয় এ রোডে বছরের প্রতিটি দিন যেন কুয়াশা আচ্ছন্ন থাকে। এ রুটে মাত্রাতিরিক্ত ধুলোবালির ফলে কাশি,এ্যাজমা এবং শ^াসকষ্টের মত রোগে আক্রান্ত হচ্ছে গাড়ির চালকসহ সাধারন মানুষ। এখান দিয়ে চলাচলকারী অনেকে বলেন, বায়ু দূষনে বরাবরই ঢাকা চ্যাম্পিয়ন হচ্ছে। কিন্তু আমাদের মনে হয় বায়ু দূষনে চ্যাম্পিয়ন হবার কথা ঢাকা-নারায়ণগঞ্জের পুরাতন এ সড়কটি। এ রোড দিয়ে চলাচল করে আমরা অনেকেই শ^াসকষ্ট এবং অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে পড়েছি। রাস্তার দুইপাশে জমে থাকা বালুগুলো সরাতে কারোর যেন কোন দ্বায়িত্ববোধ নেই। এমনকি রাস্তার দুইপাশে যারা ইট-বালুর ব্যবসা করে বায়ু দূষন করছেন তারাও দিনে একটি বারের জন্যও এক বালতি পানি দিচ্ছেনা বালুগুলো উপরে। এভাবে চলতে থাকলে আমাদেরকে অচিরেই মৃত্যুর মুখে যেতে হবে। পঞ্চবটী থেকে পোস্তগোলা রুটে চলাচলকারী কয়েকজন ইজিবাইক চালক বলেন, ভাই এ রুটের যেই অবস্থা তাতে মনে হয় বাপ-মা ছাড়া একটি রুট। আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যাত্রী নিয়ে যাচ্ছি। মুখে মাস্ক থাকলেও নাক-মুখ দিয়ে বালি প্রবেশ করছে। ধুলোবালিতে শরীর যেভাবে চুলকায় তা বলে বোঝাতে পারবোনা। আর কাশিতো রয়েছেই। প্রতিদিন রাতের বেলায় বাড়ি ফেরার পথে ঔষধের পাশাপাশি চাপা কলাও সাথে নিয়ে যেতে হয় পেটের ভেতরে জমে থাকা বালুগুলো শরীর থেকে বের করতে। আপনারা লিখুন এবং যত তাড়াতাড়ি এ ধুলোবালি থেকে আমাদেরকে মুক্ত করবেন আমরা প্রানে বেঁেচ যাবো। শুধুমাত্র জীবিকার জন্য এরুটে গাড়ি চালাচ্ছি, বেশী টাকা থাকলে অন্যকিছু করতাম। ঢাকা-নারায়ণগঞ্জের পুরাতন এ সড়কটিতে মাত্রাতিরিক্ত ধুলোবালি অপসারনে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এরুটে চলাচলকারী সাধারন মানুষসহ গাড়ির চালকগন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা