আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ৪:১৩

স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনে স্বামী আটক

ডান্ডিবার্তা | ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজারে নেশার টাকা দিতে না পারায় নিজের স্ত্রীকে দুই দিন ঘরে তালাবদ্ধ করে খুঁটির সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে এক মাদকসেবী স্বামীর বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল সোমবার নির্যাতিতা স্ত্রী তাসলিমা আক্তার (৩৩) বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত শনিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। অভিযোগের সূত্রে জানা যায়, ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের মৃত হানিফ ভূঁইয়ার ছেলে বিল্লালের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তাসলিমা আক্তারের ১৬ বছরের বিবাহিত সংসার। তাদের ৪টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্ত্রী জানতে পারেন তার স্বামী বিল্লাল একজন মাদকসেবী। সে স্ত্রী সন্তানদের ভরণ পোষণ তো দেয়ই না বরং নেশার টাকার জন্য প্রতিনিয়ত স্ত্রী তাসলিমা আক্তার ও তার নিজের ৬০ বছরের বৃদ্ধা মা ফাতেমা বেগমকেও শারীরিকভাবে নির্যাতন করে এবং নেশার টাকা না দিলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত দুইদিন ধরে বসত ঘরে তালাবদ্ধ করে এবং ঘরের খুঁটির সাথে শিকল দিয়ে বেঁধে রেখে স্ত্রী তাসলিমা আক্তারের উপর অমানুষিকভাবে দৈহিক নির্যাতন চালায় বিল্লাল। পরে সোমবার সকাল ৮টায় শাশুড়ি ফাতেমা বেগম এলাকার গণ্যমান্য লোকজনকে ডেকে এনে তাসলিমাকে নির্যাতনের কবল থেকে উদ্ধার করে থানায় পাঠায়। তাসলিমা জানান, মাদকের টাকা না দিলে প্রতিনিয়ত আমাকে মারধর করতো সে। আড়াইহাজার থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা