আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১১

আড়াইহাজার ও রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড

ডান্ডিবার্তা | ০১ মার্চ, ২০২৩ | ৯:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজারে কেমিক্যাল কারখানা ও রূপগঞ্জে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দুপ্তারা ইউনিয়নের তিনগাও এলাকায় এইচপি কেমিক্যালস লিঃ নামে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনা ঘটনা ঘটেছে ও রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের ১২টি ইউনিট আড়াইহাজারে ৫ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। বিকেল তিন ৪৭ মিনিটের দিকে রূপগঞ্জে স্পিনিং মিলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আড়াইহাজারে আগুন নিয়ন্ত্রনে আনতে এই প্রথমবার রিমোর্ট কন্টল ফায়ারা ফাইটার ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এর সুফলও পাওয়া গেছে। এদিকে প্রতিষ্ঠানটি শ্রমিক বিল্লাল হোসেন জানান, দুপুর দেড়টার দিকে হঠ্যাৎ আগুন ধরে যায়। পরে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রতিষ্ঠানের এই বিভাগে ১০০জন শ্রমিক কাজ করতেন। দুপুরের খাবার বিরতি থাকায় অনেক শ্রমিক প্রতিষ্ঠানের বাইরে ছিলেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে প্রতিষ্ঠানটির (ডিজিএম) মো. ফখরুল জানান, হঠ্যাৎ বিকট শব্দের বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। প্রতিষ্ঠানের ভেতরে প্রায় ২৫০ টন বিভিন্ন কেমিক্যাল রাখা ছিল। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্ণয় করা সম্ভব নয়। নারায়ণগঞ্জ শিল্প-৪, এর সিনিয়র এএসপি আজিজুল হক বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে আসি। তবে ভেতরে কোন শ্রমিক ছিল না। আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রনে আনতে সহযোগিতা করেছি। ফায়ার সার্ভিস অন্ড ডিফেন্সের ডাইরেক্টর এন্ড মেনট্রেনেজ (লেঃকনেল) তাজুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত। আমরা খবর পেয়েছি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ৫ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। প্রতিষ্ঠানের গুদামে বিভিন্ন অর্গানিক পর্দাথ ছিল। যা থেকে ‘হাইড্রোজেন পারঅক্সাইড’ তৈরি হতো। এগুলো বিভিন্ন অর্গানিক পদার্থ থেকে তৈরি করা হয়ে থাকে। কেমিক্যাল সংরক্ষিত রাখার স্থানে আগুন গেলেছিল। এখানে আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল। এর মধ্যে ট্রাইমেথাইল, ট্রাইঅক্সাইড, পটাসিয়াম কার্বোনেট ও ফসফরিক এসিড সহ আরও অনেক ধরনের কেমিক্যাল। এসব অর্গানিক কেমিক্যাল থেকেই মূলত ‘হাইড্রোজেন পারঅক্সাইড’ তৈরি হতো। তিনি আরও আমরা এই প্রথম আগুন নেভাতে রিমোর্ট কন্টল রোবট ফায়ার ফাইটার ব্যবহার করেছি। বাংলাদেশে এগুলো দুইটি রয়েছে। আজই প্রথম এটির একটি ব্যবহার করে বেশ সুফল পাওয়া গেছে। স্থানীয়রা জানান, আগুনের ঘটনায় পুরো এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এলাকায় অনেক প্রতিষ্ঠানের শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছিল। অপর দিকে গতকাল মঙ্গলবার দুপুর ১ টা ১৫ মিনিটে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিল লিমিটেড নামক তুলা থেকে সুতা তৈরি কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবারও শ্রমিকরা ঐ কারখানায় কাজ করছিলেন। দুপুরে কারখানার তুলা ফেটার সেকশনে মেশিন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মেশিন থেকে আগুন জ্বলে ওঠে। এক পর্যায়ে কারখানায় থাকা শ্রমিকরা আগুন আগুন বলে চিৎকার করে কারখানার ভেতর থেকে বাইরে বের হতে শুরু করে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে কারখানায় থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে। খবর পেয়ে ডেমড়া, কাঞ্চন, নারায়ণগঞ্জ, আড়াইহাজার ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। বিকেল তিন ৪৭ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে কারখানায় থাকা তুলা সুতা ও মেশিনারিজ সহ মালপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সময় মত শ্রমিকরা কারখানা ত্যাগ করায় হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, অগ্নিকা-ের ঘটনাকে কেন্দ্র করে সাওঘাট -আড়াইহাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা ছোটাছুটি করে সড়কে অবস্থান করায় এ অবস্থার সৃষ্টি হয়। এতে করে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীসহ যাত্রী সাধারণ। কারখানার শ্রমিক ইব্রাহিম, ইয়াছমিন, আবু তাহেরসহ আরো অনেকে বলেন, আমরা দ্রুত কারখানা থেকে না বের হলে হতাহতের ঘটনা ঘটতো। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গেছি। এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি কারখানার নিরাপত্তায় পুলিশ কাজ করেছে। তবে সময় মত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশের মিলকারখানায় আগুন ছড়িয়ে আরো ভয়াবহ ঘটনা ঘটতো। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করেছে। আড়াই ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে, কি পরিমান বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত করে আগুনের সূত্রপাতও বলা যাবে। নান্নু স্পিনিং মিল লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, কারখানার ভবনসহ সুতা তুলা মেশিনারিজসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। হিসেব করে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা