আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:১৯

গিয়াস-মামুন বিরোধে সঙ্কটাপন্ন বিএনপি

ডান্ডিবার্তা | ০১ মার্চ, ২০২৩ | ৯:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দুইভাগে বিভক্ত হয়ে রাজনৈতিক কর্মকান্ড করছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি হওয়ার পর থেকে এই বিভক্তি দেখা দেয়। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিন। অপরটিতে রয়েছে সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। যিনি বর্তমান আহবায়ক কমিটিরও সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছে। ইতোমধ্যে গিয়াস এবং অধ্যাপক মামুন পৃথক পৃথক শোডাউন করেছেন। সর্বশেষ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আলাদাভাবে। সূত্র জানায়, গিয়াস উদ্দিনের নেতৃত্বকে মনে নিতে পারেনি অধ্যাপক মামুন। ফলে বর্তমান আহবায়ক কমিটির সাথে তাঁকেসহ তাঁর অনুসারীদের দেখা যাচ্ছে না। আহবায়ক কমিটি হওয়ার পর থেকেই দুই গ্রুপ পৃথকভাবে দলীয় কর্মকান্ড করে যাচ্ছেন। কেন্দ্রীয় কর্মসূচিতে পৃথক মিছিল নিয়ে যোগদান করেছেন দুই গ্রুপের নেতারা। যা কেন্দ্রীয় নেতাদেরও নজরে রয়েছে। এ ছাড়া জেলা বিএনপি আয়োজন কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা আসলেও সেখানেও মামুন মাহমুদ ও তাঁর অনুসারীদের উপস্থিতি আগপর মতো লক্ষ করা যায়নি। বিএনপির একাধিক সূতা জানায়, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল আলম রবি এবং সদস্য সচিব মামুন মাহমুদ থাকাবস্থায় দলের বিরাট একটি অংশকে রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকতে দেখা গেছে। সভামঞ্চের নিয়ন্ত্রণ নেয়া এবং বক্তব্য দেয়া থেকে একটি পক্ষকে বঞ্চিত করা হয়েছিল। প্রায় সময়ই দলের প্রতিপক্ষের বিরুদ্ধে মন্তব্য এবং হামলার ঘটনা ঘটছে। এই বিরোধের জের ধরে একাধিক নেতা লাঞ্ছিত এবং রক্তাক্ত হয়েছে। বর্তমান আহবায়ক কমিটি হওয়ার পর অধ্যাপক মামুন মাহমুদ-রোজেলরা মাইনাসের তালিকায় রয়েছে। দলীয় কর্মকান্ডে আগের মতো খবরদরী করতে পারছে না। ফলে নিজ থেকেই তাঁরা দূরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষন করছেন। তবে কবে নাগাদ দলের দু’পক্ষ একমঞ্চে বসবেন এটা অনেকটাই অনিশ্চিত। উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনকে ও সদস্য সচিব করা হয়েছে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনকে। এতে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মামুন মাহমুদ, মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব, লুতফর রহমান খোকা, মোশারফ হোসেন ও জুয়েল আহমেদ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা