আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:১৮

মাদক এখন সামাজিক ব্যাধি!

ডান্ডিবার্তা | ০২ মার্চ, ২০২৩ | ১২:৪৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের প্রতিপি উপজেলায় ও ফতুল্লার আলীগঞ্জ রেললাইন হতে শুরু করে পলাশনগর, দাপা পিলকুনি আদর্শ স্কুল রোড, মসজিদের আশপাশ এলাকায় শাকিল ও আলআমিনগংদের জমজমাট মাদক ব্যবসা ক্রমেই বেড়ে চলছে। যা নির্মুলে প্রশাসনসহ স্থানী গন্যমান্য ও নেতৃবৃন্দের কোন মাথা ব্যথা নেই এমনটাই অভিযোগ সেখানে বসবাসকারীদের। এছাড়াও র‌্যাব অভিযান চালিয়ে প্রতিদিন মাদকসহ মাদক অপরাধীদের আটক করছে। তার পরেও থামছেনা মাদক ব্যবসা। যত্রতত্র হাত বাঢ়ালেই মিলছে মাদক। মাদক এখন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। ধ্বংস হচ্ছে যুব সমাজ। ঘটছে হত্যাকান্ড সহ বড় বড় অপরাধ। স্থানীয়দের দাবী, ফতুলার দাপায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী বোমা লিপু নিহতের পর আলামিন ও তার সহযোগি শাকিল, মহসিন, রাজিব, দ্বীন ইসলাম দিলা, রাসেল ওরফে সল্টু রাসেল, শান্ত, হিমেল, খোকা, তুফান, হালিম, সাইকেল লিটন, গরু নাছির ও হান্ড্রেড বাবুগং মাদক ব্যবসায়ী নিয়ন্ত্রণ গ্রহন করেছে দাপা, শিয়াচর, রেল স্টেশন এলাকার বৃহত্তর মাদক বাজার। মাদকের এই বিশাল বাজার নিয়ন্ত্রণে তাদের রয়েছে উঠতি বয়সী এক শ্রেনীর মাদকাসক্ত সন্ত্রাসী বাহিনী। প্রতিদিন সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত দিব্ব্যি চালাচ্ছে মরননেশা গাঁজা, ইয়াবা ও হেরোইন ব্যবসা। প্রতিদিন প্রায় ৩ লাখ টাকার হোরোইন বিক্রি করছে আলামিন-শাকিলগংরা। আর এ সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, কিছু পুলিশের সোর্স ও বিশেষ ব্যক্তিদেরকে মাসোহারা দিয়ে দিব্ব্যি মাদক ব্যবসা করলেও এখানে থানা পুলিশের পদচারনা খুবই কম। যার ফলে অধিকতর বেপরোয়া গতিতে চালাচ্ছে এ মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে কিছু বলতে সাহস পায়না। কিছু বললে উল্টো মাদক দিয়ে পুলিশে ফাঁসিয়ে দিবে এ ভয়ে অনেকেই দেখেও না দেখার ভান করেন। উক্ত এলাকাতে স্কুল-মাদ্রাসা থাকলেও তা নিয়ে চিন্তা করেনা মাদক বিক্রেতারা। যার ফলে শংকার দিন কাটে অভিভাবকগন। স্থানীয় অনেকেই বলেন, গত মাসে ফতুল্লায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় জেলায় শ্রেষ্ঠ সার্কেল,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) এবং একজন শ্রেষ্ঠ উপপরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানায় দ্বায়িত্বরত তিনজন কর্মকর্তা। তাদের এ সফলতায় আমরাও গর্বিত। কারন তারা সকলে মিলে আমাদেরকে শান্তিতে বসবাস করার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা আরো বলেন, আমরা যারা আলীগঞ্জ রেললাইন হতে শুরু করে পলাশনগর, দাপা পিলকুনি আদর্শ স্কুল রোড, মসজিদের আশপাশ এলাকায় বসবাস করি আমাদেরকে শান্তিতে বসাবাস এবং আমাদের ভবিষ্যত কর্নধার সন্তানদেরকে মাদক মুক্ত একটি সমাজে বসবাস করতে আলামিন ও তার সহযোগি শাকিল, মহসিন, রাজিব, দ্বীন ইসলাম দিলা, রাসেল ওরফে সল্টু রাসেল, শান্ত, হিমেল, খোকা, তুফান, হালিমগংদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে অত্র এলাকাটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার সদয় হস্তক্ষেপ কামনা করছি। এছাড়াও নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলায় মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদকের নিরাপদ সড়ক হিসাবে ব্যবহার হচ্ছে আড়াইহাজার ফেরীঘাট, ঢাকা-চট্টগাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন নৌপথ। এই সকল পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীন নিয়মিত চেক পোস্ট থাকলে নারায়ণগঞ্জে মাদক প্রবেশে অনেকটা বাধামুখে পড়বে মাদক ব্যবসায়ীরা। এতে করে নারায়ণগঞ্জে মাদকের বাজার অনেকটা হ্রাস পাবে বলে মনে করেন অভিজ্ঞ মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা