আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৯:৩৬

ফতুল্লায় সরকারি রাস্তা দখল

ডান্ডিবার্তা | ০২ মার্চ, ২০২৩ | ১২:৫১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লার কুতুবপুরে সরকারি রাস্তা দখল করে কারখানার স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার পহেলা মার্চ সকাল থেকেই সরকারি রাস্তা দখল করে এ স্থাপনা নির্মাণ করার ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, এই জায়গাটা ছিল সাবেক মেম্বার আমজাদ মোল্লার ভাই ইকবাল মোল্লার। ইকবাল মোল্লা চালাকি করে সরকারি রাস্তা সহ প্রবাসী মোবারকের কাছে জায়গা বিক্রি করে দেয়। ওইখানে আবার বিএনপি নেতা অলিউল্লাহ খোকন মাষ্টার রাতে পুলিশের ভয়ে গিয়ে ঘুমাতো। পরবর্তীতে অলিউল্লাহ খোকন মাষ্টারের নির্দেশে সরকারি রাস্তা দখল করে মোবারকের লোকজন কারখানার স্থাপনা তৈরি করছে। তাদেরকে বারবার নিষেধ করা সত্ত্বেও কোন তোয়াক্কা না করে সরকারি রাস্তা দখল করে কারখানার স্থাপনা তৈরি করছে। ঘটনাস্থলে আমজাদ মোল্লা উপস্থিত হয়ে সরকারি রাস্তা দখল করে মোবারকের কারখানার স্থাপনার কাজ বন্ধ করার দাবি জানিয়ে বলেন, এই রাস্তাটি অনেক আগের রাস্তা। আমরা এই রাস্তা কোনভাবেই দখল করতে দিব না। এলজিইডি’র কাছে এই রোডের প্রজেক্ট রয়েছে। তারা কিছুদিন আগে এসে এই রোড মেপে গেছে। প্রবাসী মোবারকের প্রতিনিধি রিঙ্কু বলেন, আমরা কোন সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করছি না। আমরা জায়গাটি নতুন কিনেছি। জায়গার উপরে নির্মিত পূর্বের স্থাপনা ২০/৩০ বছর আগে করা হয়েছে। রাস্তা দখল করা হয়েছে কিনা আমি জানিনা। আমারও রাস্তার দরকার আছে, আমি রাস্তা দখল করতে চাই না। স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বাররা জায়গা মেপে আমাকে বুঝিয়ে দিয়ে গেছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী মস্তফা বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমরা স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করার জন্য বলেছি। কারখানাটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের জায়গার সঠিক কাগজপত্র নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে আসতে বলেছি। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে অলিউল্লাহ খোকন মাষ্টার বলেন, আমি কারখানার জায়গা সহ ভাড়া নিয়েছিলাম কিছুদিন। তবে শুনেছি, কারখানার পূর্বের স্থাপনাটি রাস্তার ৮ ফুট জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে। আগে যখন চেয়ারম্যান মেম্বাররা জায়গা মেপেছিল তখন আমি উপস্থিত ছিলাম। এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার ইমান আলী বলেন, অনেক আগে খাল দখল করার কথা শুনে আমি তাদের কাজ বন্ধ করেছিলাম। পরে চেয়ারম্যান সাহেব এসে তাদের জায়গা মেপে দিয়েছে। যদি তারা সরকারি রাস্তা দখল করে থাকে, আমি এলাকাবাসী নিয়ে এই সরকারি রাস্তা উদ্ধার করে ছাড়বো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা