আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৯:২৩

আড়াইহাজারে কুখ্যাত জুয়ারী শাহাবুদ্দিন মেম্বার আটক

ডান্ডিবার্তা | ০৩ মার্চ, ২০২৩ | ১০:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজারে মাদক বিরোধী বিশেষ অভিযানে কুখ্যাত জুয়ারী শাহাবুদ্দিন(৫২) মেম্বারকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের আষারামপুর এলাকার সিংহদী চরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহযোগী ওবায়দুল ভূইয়া(৩৫), প্রতিশ চন্দ্র দেব(২৮), হযরত আলী(৪০), জাহাঙ্গীর আলম(৩২) নামে আরো ৪ জুয়ারীকে আটক করে তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় জুয়া আইনের ১৮৬৭ এর ৪ ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, হাইজাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ শাহাবুদ্দিন। মাদক সেবন, জুয়ায় আসক্তি ও দুষ্কর্মের কারনে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষ তাকে ভোট দেয়নি। সমাজ সেবক ও মানবিক হওয়ায় বর্তমান মেম্বার শফিকুল ইসলামকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়। তার আপন ভাইদেরকে মাদক ও জুয়ার মামলায় পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছিল। তাদের পরিবারের পেশা জুয়া খেলা। সিংহদী গ্রামের অনেকেই মাদক ও জুয়া খেলে আজ নিস্ব হয়ে গেছে। জেলা গোয়েন্দা শাখার এসআই সৈয়দ রুহুল আমিন জানান, নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা শাখার জিডি নং ৬২২, তারিখঃ ২৭/০২/২০২৩ইং মূলে বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সোনারগাঁও থানাধীন তালতলা ব্রীজের ঢালে অবস্থানকান করছিলাম। এসময় গোপন সংবাদ পেয়ে আড়াআহাজার থানার সিংহদী ইউনিয়নের আষারামপুর এলাকার শহিদ মোল্লার পুকুরপাড়ে গিয়ে দেখি তাসের মাধ্যমে প্রকাশ্যে জুয়া খেলা হচ্ছে। তাৎক্ষনিক সংগীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় উল্লেখিত ৫ জুয়ারীকে আটক করি। অভিযান চলাকালে জুয়ার বোর্ড থেকে ৫২টি তাস ও নগদ ৬৯০ টাকা জব্দ তালিকা মূলে জব্দ করে ধৃত আসামীদেরকে নিজ হেফাজতে নেই। ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ তাসের মাধ্যমে জুয়া খেলিয়া প্রকাশ্য ১৮৬৭ এর ৪ ধারার অপরাধে বিজ্ঞ আদালতে দাখিল করি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা