
ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার পতনের এক দফা দাবিতে নারায়ণগঞ্জ বিএনপির এখন রাজপথে। পাশাপাশি জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হামলা ও হত্যার প্রতিবাদে ধারাবাহিকভাবে কর্মসূচি রাজপথে বিরতিহীন ভাবে কর্মসূচি পালন করে যাচ্ছেন নারায়ণগঞ্জ বিএনপি। আর বিএনপির বিরতিহীন এসব কর্মসূচিতে যেন সরকারবিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে মাঠে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিএনপি। ১০ দফা আন্দোলন ঘোষনার পর থেকে সমমনা দলগুলো সঙ্গে নিয়ে নিয়মিত কর্মসূচি পালন করছে দলটি। সরকার পতন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। আর নারায়ণগঞ্জ বিএনপির চলমান আন্দোলনে বসে নেই আওয়ামী লীগ। আন্দোলনের নামে বিএনপি যাতে বিশৃঙ্খলা করতে না পারে তার জন্য শান্তি সমাবেশের আয়োজনের মধ্য দিয়ে রাজপথে রয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগও। এ ব্যাপারে কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। জানাগেছে, গত ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। ২৪ ডিসেম্বর গণ-মিছিলের মধ্য দিয়ে এ আন্দোলন মাঠে গড়ায়। এরপর ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৬ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও মিছিল ও ২৫ জানুয়ারি সমাবেশ করেছে দলগুলো। গত ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে করেন। এরপর থেকে একের এক আন্দোলনের মাধ্যমে রাজপথে রয়েছে নারায়নগঞ্জ বিএনপিসহ তাদেীর অঙ্গসংগঠনের নেতমবৃন্দ। আর বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গত ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা ও ১৮ ফেব্রুয়ারি মহানগরী ও ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। এসকল কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অন্যদিকে নারায়ণগঞ্জ বিএনপি অব্যাহত আন্দোলনের জবাবে সরাসরি পালটা কর্মসূচি না দিলেও দলের নিয়মিত কর্মসূচির মাধ্যমেই মাঠেই রয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। বিভিন্ন ইস্যুতে সভা-সমাবেশ কর্মসূচির মধ্য দিয়ে সতর্ক পাহারার মাধ্যমে মাঠ দখলে রাখছে ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনগুলো। আওয়ামী লীগ নেতারা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি সক্রিয়। তাই নির্বাচন নিয়ে দলটি যাতে কোনো ষড়যন্ত্রে মেতে উঠতে না পারে সেজন্য কৌশলী অবস্থান নিচ্ছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে বিএনপির সরকারবিরোধী কর্মসূচিগুলোতে বাধা না দিয়ে একইদিনে কর্মসূচি রাখবে ক্ষমতাসীনরা। শান্তিপূর্ণ এসব কর্মসূচির মধ্যদিয়ে বিরোধী শিবিরে অনেকটাই চাপ তৈরি হবে বলে মনে করছেন তারা। একইসঙ্গে বিদ্যমান পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধীরা যেন কোনোভাবেই রাজনৈতিক ফল ঘরে তুলতে না পারে, সেটি মাথায় রেখেই এ কৌশল নিয়েছে আওয়ামী লীগ। অতীতে বিএনপি নেতারা সহিংস কর্মকা- করে দেশ ও মানুষের ক্ষতি করছে এমন অভিযোগ করে আওয়ামী লীগ বলছেন, ভবিষ্যতে কেউ যেন আর কোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা করে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছেন তারা। এছাড়া নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯