আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:২০

মেরিন টেকনোলজিতে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ

ডান্ডিবার্তা | ০৩ মার্চ, ২০২৩ | ১০:১৭ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীরা হলো মেরিন শিপবিল্ডিং র্কোসের ৩য় বর্ষের ছাত্র কৌশিক (১৮) মাহি (১৮) ও রাহিম (১৮)। আহতদের জখম অবস্থায় উদ্ধার করে সংশ্লিস্ট হাসপাতালে প্রেরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় বন্দর থানার সোনাকান্দাস্থ মেরিন টেকনোলজি ক্যাম্পাসে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে আহত শিক্ষার্থী কৌশিক গনমাধ্যমকে জানায়, আমিসহ আমার সহপাঠী মাহি ও রাহিম মেরিন শিপবিল্ডিং র্কোসের ২য় বর্ষে অধ্যয়নরত আছি। বেশকিছু দিন ধরে আমাদের সিনিয়র ভাই শিপ বিল্ডিং র্কোসের ৩য় বর্ষের ছাত্র মুন, আবির, বিজয়, আলামিন, নাঈম ও জয় দীর্ঘ দিন ধরে কারনে বা অকারনে আমাদের সাথে খারাপ আচরন করে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আমিসহ আমার সহপাঠীরা ভাইবা পরিক্ষা দিয়ে হল রুমে থেকে বের হয়ে মেরিন ক্যাম্পাসের সামনে আসলে ওই সময় পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের সিনিয়র ভাই মুন ও আবিরের নেতৃত্বে উল্লেখিতরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। ওইসময় হামলাকারিা আমাদেরকে বেদমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে মেরিন টেকনোলজির অধ্যক্ষ আকরাম আলী সংঘর্ষের ঘটনা সত্যতা স্বিকার করে গনমাধ্যমকে জানান, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় থাকার নির্দেশ প্রদান করেছি। সে সাথে তাদেরকে লিখিত ভাবে অভিযোগ দেওয়ার কথা বলেছি। অভিযোগ পত্র হাতে পেলে তদন্ত মাধ্যমে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা