
ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির কর্মী জানান, গত জাতীয় নির্বাচনে ভোটের দিন ভোট থেকে বিএনপির নেতাকর্মীদের মারধর করে গালিগালাজ করে হুমকি ধমকি ভয়ভীত দেখিয়ে বের করে দেয়া হয়। যদিও নির্বাচনের দিন গণমাধ্যমের কাছে এমন অভিযোগও করেছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম আকরাম। বিএনপির একটি পক্ষের বাধার কারনে সিরাজদৌলা মাঠে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী জনসভা করতেও পারেননি। পরে অন্যত্র সমাবেশ করতে হয় বিএনপিকে। ফখরুল আসার পথে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বাধাও দেয়া হয়। এর আগে সেলিম ওসমানের কারখানায় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে গিয়ে সেলিম ওসমানকে নির্বাচনী সভায় কিছু বিএনপি নেতার উপস্থিতি ছিল। দীর্ঘদিন যাবত বন্দরে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান হওয়ার কারণে এমপির নির্দেশে একমঞ্চে উঠেছেন বিএনপি নেতা আতাউর রহমান মুকুল। এমনকি জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বন্দরে আসলে সেই সমাবেশে বক্তব্যও রাখেন তিনি তখন তিনি বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। কিন্তু গত বছরের সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠনের পর বিএনপির বেশকজনকে যুগ্ম আহ্বায়ক করা হলেও ১৪জন নেতা বিদ্রোহী করে পদত্যাগ করেন। এমন পরিস্থিতিতে ওই সময় গঠিত মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি রাজপথে রাজনীতি চালিয়ে যায়। কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করে। যেখানে বন্দর ও সদর থানা কমিটি সহ বেশকটি ইউনিট কমিটি রাজপথের ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে গঠিত হয়েছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতাদের মধ্য থেকে বেশকজন ইতিমধ্যে টিপুর আচরনে অসন্তুষ্ট হয়ে বেরিয়ে যান। সাখাওয়াত ও টিপুর নেতৃত্বে যারা রাজপথে রাজনীতিতে সক্রিয়া হওয়ার চেষ্টা করছেন কিংবা যারা সাখাওয়াত ও টিপুর নেতৃত্বের প্রতি আস্থাশীল এমন সব নেতারাও আজ বেরিয়ে যাচ্ছেন। তাই অনেকে আজ পদত্যাগকারীদের পাশে চলে যাচ্ছে। যার মধ্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএইচ মামুন সম্প্রতি বেরিয়ে গেছেন। এখন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুসহ আরো কজন সদস্য বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দলের মুলধারার নেতৃত্বে থাকা নেতাদের বিদ্রোহী গ্রুপে টেনে নিয়ে গিয়ে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে টিপুর দাবি। টিপু বলেন, নারায়ণগঞ্জে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯