
ডান্ডিবার্তা রিপোর্ট ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন করেন মহানগর বিএনপি। গতকাল শনিবার বিকেল ৩ টায় নগরীর মন্ডলপাড়া এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেনের সভাপতিত্বে ও আওলাদ হোসেনের সঞ্চালনায় এই পদযাত্রা কর্মসূািচতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. জাকির হোসেন, যুগ্ম-আহবায়ক আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ, এমএইচ মামুন। এসময়ে আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নেতা এ্যাড. আব্দুল হামিদ ভাষানী, নুরুল হক চৌধুরী দিপু, সরকার আলম, হান্নান সরকার, ফারুক চৌধুরী, পনির ভূইয়া, মোস্তাক আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা ফরিদ আহম্মেদ, হাবিব মেম্বার, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, সাবেক সদস্য সচিব আলী আজগর, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার শাহ, জেলা মৎসজীবি দলের সদস্য সচিব আমিনুর ইসলাম। এসময়ে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, আওয়ামীলীগ জন্ম থেকেই ষড়যন্ত্র করে আসছে এই বাংলাদেশে। এই ষড়যন্ত্রর মাধ্যমেই বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই আওয়ামীলীগ। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের মানুষের উপর ষড়যন্ত্র করে কিভাবে নির্যাতন করছে এই আওয়ামীলীগ। বিএনপির যারা আন্দোলন সংগ্রামে গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করতো তাদেরকে এই আওয়ামীলীগ সরকার গুম ও হত্যা করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে আজকে সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে হিমশীম খাচ্ছে। আর বর্তমান সরকারের মন্ত্রী ও এমপিরা লুটপাট করে বিদেশে অর্থ পাচার করছে। এখন সমস্ত বাংলাদেশ অর্থনৈতিক সঙ্কটে পরেছে। তিনি আরও বলেন, আমাদের শন্তিপুর্ন কর্মসূচি তাদের এজেন্টরা জালাও পোড়াও করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করে হয়রানী করছে। যাতে করে বিএনপি সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে যায়। কিন্তু বিএনপি নেতাদের উপর যতই অন্যায় অত্যাচার ভারছে, ততই সাংগঠনিক ভাবে আমরা শক্তিশালী হচ্ছি। জনগণ জেগেছে, বিএনপিও জেগেছে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। প্রধানবক্তা হিসেবে আব্দুস সবুর খান সেন্টু বলেন, জনগনের একটাই দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। আমরা জনগনের গণতান্ত্রিক অধিকার উদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা পদযাত্রার মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সদর থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে কর্মসূচি স্থলে যোগদান করেন। এছাড়াও আরও উপস্থিত ছিলো, মহানগর বিএনপির সদস্য এ্যাড. বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, এ্যাড. আনিসুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম মিঠু, এ্যাড. শরীফুল ইসলাম শিপলু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন, মহানগর বিএনপি নেতা সারোয়ার মুজাহিদ মুকুল, কাউছার আহম্মেদ, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান পাবেল, সুলতান আহম্মেদ, জজ মিয়া, আল-মামুন, শহীদ মেম্বার, সাফী, বাবুল হোসেন, স্বপন মেম্বার, মনির মেম্বার, বিক্টর মৃধা, রাশেল আলি, আলম, মধু, জাহাঙ্গীর, মনির হোসেন, জুলাহাস, তুষার, শহীদ হাসান সহ সদর থানা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯