আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১৪

অস্তিত্ব সঙ্কটে মহানগর বিএনপি

ডান্ডিবার্তা | ০৫ মার্চ, ২০২৩ | ৯:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট মহানগর বিএনপি‘র কমিটির বিতর্ক দিন দিন বেড়েই চলছে। একের পর এক বিতর্ক মহানগর বিএনপিকে লন্ডভন্ড করে দিচ্ছে। কমিটি হওয়ার পর সংগঠনটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যেভাবে সংগঠনটির মেরুদ- শক্ত করেছিল। তা এখন নিমিষেই শেষ হয়ে যাচ্ছে টিপুর ব্যর্থতায়। নিয়মিতই কমিটি থেকে নেতাকর্মীদের ঝড়ে যাচ্ছে। যার কারণে শূন্য হয়ে যাচ্ছে সংগঠনের কর্মী সমর্থন। এখন আবার নেতাকর্মীরা বলছে, তাদের কর্মকান্ড তারেক রহমান স্বয়ং অবগত রয়েছে তার জন্য বলা যাচ্ছে। অচিরেই এই কমিটি বিনষ্ট হয়ে যাচ্ছে। অপর দিকে কমিটি গঠনের পর যে নেতাকর্মীরা কমিটি থেকে পদত্যাগ করেছিলেন তাদের পদত্যাগপত্র সেন্ট্রাল জমা না নেওয়ায় তারাও আলাদাভবে পদত্যাগকারীরা ঐক্যবদ্ধ হয়ে বর্তমানে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছে। আর বর্তমানে মূল বিএনপির কমিটির নেতাকর্মীরা যে থানা কমিটিগুলো দিচ্ছে তারা ও তাদের সাথে পাল্টাপাল্টিভাবে তাদের থেকেও ভালোভাবে যোগ্য নেতৃত্ব দ্বারা কমিটি গঠন করবে। এমনকি বিদ্রোহী মহানগর বিএনপিতে বর্তমানে ৬জন যুগ্ম আহ্বায়ক ও ১০জন সদস্য রয়েছে যার কারণে টিপুর বলয় থেকে মুকুল বলয়কে অনেকটাই শক্তিশালী ও সকলে প্রাধান্যও দিচ্ছে। যার কারণে তৃণমূলের দাবি অচিরেই মহানগর বিএনপিতে রদ-বদল হতে পারে। দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিলেন কেন্দ্র। এই কমিটিতে আহ্বায়ক করা হয়। কোর্ট বিএনপি নেতা এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব করা হয় অপ্রতিরোধ্য বিতর্ক নেতা আবু আল ইউসুফ খান টিপুকে। কিন্তু এই সংগঠনকে নেতৃত্ব দিতে নেই নেতাদের নেই কোন নিজস্ব কর্মী সমর্থক যার কারণে নেতাকর্মীরা ও তাদের থেকে পিছিয়ে। এছাড়া ও কমিটির সদস্য সচিব টিপুর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ যার কারণে সংগঠনে সৃষ্টি হয়েছে অভ্যন্তরীন কোন্দল। এছাড়া ও টিপু তার নিজস্ব কমিটির কাউকে মূল্যায়ন করে না। আর তারা যদি তার উপরে কিছু বলে তখন তিনি তাদের সাথে খারাপ ব্যবহার ও অকথ্য ভাষায় বকাবকি করে। যে কারণে অনেকে বর্তমানে টিপুর বলয় চেঞ্জ করে বিদ্রোহী নেতা মুকুলের সাথে একত্মতা প্রকাশ করছে। এখনো তাদের বলয় থেকে আরো নেতাকর্মী বেড় হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়াও কমিটির ব্যর্থতা বর্তমানে এমন স্থানে পৌঁছে গেছে যে তারা তারেক রহমানের সকল নির্দেশকে অমান্য করেই কাজ করছে। তাদের কর্মকান্ডের অভিযোগ সেন্ট্রালের কাছে ও জানিয়েছে নেতাকর্মীরা। এমনকি অনেক নেতাকর্মীদের সূত্রে জানা যায়, তাদের কর্মকা-ের ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও কিছুটা আবাস গেছে। তাই কমিটি পাওয়ার পর থেকে নিয়মিতই জানা গেছে, জুম এ্যাপের মাধ্যমে তারেক রহমানের সাথে কথা বার্তা ও মিটিং হতো মহানগরের নেতাকর্মীদের। কিন্তু বর্তমানে এটা একেবারেই নাই বললেই চলে। এখন তারেক রহমান তাদের সাথে কোন মিটিং রাখে না এছাড়াও কিছুদিন আগে দেশের বিভিন্ন মহানগরের নেতাকর্মীদের সাথে মিটিং করেছে তারেক রহমান সেখানে ও তাদের কোনভাবেই আমন্ত্রণ জানানো হয়নি। তাই সকলেই বলছে টিপু ও সাখাওয়াতের ব্যর্থতা এখন সকলের মুখে মুখে তাই সকলে আবার মনে করছে এ মুখ থেকে ও মুখ হয়ে তারেক রহমানের কান পর্যন্ত তাদের ব্যর্থতার কথা পৌঁছে গেছে। এবার তারা যতই গড়িমসি করুক না কেন তাদের আর রেহাই হবে না। টিপুর ব্যর্থতায় ধীরে ধীরে মহানগর বিএনপি কুল হারানোর ভয়ে রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা