
ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, মায়ের জাতটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি বাচ্চাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই মা কি জিনিস এটার কোন ব্যাখ্যা নাই। যাদের মা আছে তারা সৌভাগ্যবান। যার নাই সে দূর্ভাগ্যবান। আমি ও আমার বড় ভাই সেলিম ওসমান আমরা দূর্ভাগ্যবান। আমরা আজ এতিম। মায়ের অভাব কখনো পূরণ হবার নয়। আমার বড় ভাই সেলিম ওসমান অনেক কষ্ট করেছেন। বাস চালিয়ে জীবন চালিয়েছেন। অনেক কষ্ট ও সংগ্রাম করে আমরা বড় হয়েছি। আমরা খান সাহেব ওসমান আলীর নাতি। সত্যটা বলকে কোন লজ্জা নাই। কেননা কখনো কারো কাছে হাত পাতি নাই। কারো টাকা লুট করি নাই। লুন্ঠন করে টাকার পাহাড় গড়ি নাই। যারা লুন্ঠন করে আজ টাকার পাহাড় গড়েছে তারা অনেক কথাই বলে শুধু শুনি। যারা মানুষের নামে গিবত বলে বেড়ায় তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। অসুস্থ্য অবস্থায় হাসপাতালে গেলাম মায়ের সাথে কথা বলতে। আমার মায়ের গলায় পাইপ প্রবেশ করানোর পর আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম আমার মা কি আমার কথা শুনতে পাবে। খুব ইচ্ছে হচ্ছিল মায়ের সাথে কথা বলতে। ডাক্তার বলল ওনি শুনতে পারবেন কিন্তু বলতে পারবেন না। তখন মাকে জড়িয়ে ধরে বললাম আপনার কি খুব কষ্ট হচ্ছে। তখন আমার মায়ের গলা থেকে আস্তে করে ও শব্দ ভেসে উঠে একটা আওয়াজ আসল। এর মানে না। তখন আমার মায়ের চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ল। তখন আমি ৪০দিন পর্যন্ত কাঁদতে পারি নাই। তখন বুঝলাম কেন আমার মা বললেন কষ্ট হয় না। মৃত্যুর মূখেও মা তার সন্তানকে কষ্ট দিতে চান না। আপনারা সবাই দয়াকরে আপনাদের মা বাবাকে কখনো কষ্ট দিয়েন না। আর আমার মায়ের জন্য দোয়া করবেন। গত মঙ্গলবার সকাল ১১টায় মদনপুর ইউনিয়নস্থ বাগদোবাড়িয়া নাগিনাজোহা উচ্চ বিদ্যালয়ে ভাষা সৈনিক নাগিনা জোহার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা মানুষ, ফেরেস্তা না। ভুল ত্রুটি থাকবেই। আপনাদের কাছে দোয়া চাই আমার বড় ভাই সেলিম ওসমানের জন্য। ও অসুস্থ্য। ওর জন্য দোয়া করবেন। সেলিম ওসমান আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চায়। যারা আমাদের গালি দেয়। আমাদের পরিবারকে নিয়ে যা তা বলে। গতকালও দেখলাম বলল। যারা আমাদের সাথে থাকে তাদের তারা কুকুর বলে আখ্যায়িত করা হল। দুঃখ নাই কোন। মানুষ সৃষ্টির সেরা জীব। এই জীবকে যারা কুকুর বলে গালি দেয় তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাই হেদায়েত করার জন্য। সেলিম ওসমান মানুষের মন জয় করে কাজ করতে চান। সারাদিন পাগলের মত পরিশ্রম করেন। সেলিম রাজনীতি করতে আসে নাই। সবাইকে নিয়ে কাজ করতে এসেছে। কিন্তু রাজনীতির মাঠ এত পরিস্কার না। দোয়া করবেন কয়দিন বাঁচি ঠিক নাই। অনেক গালাগালি অনেক কিছু শুনছি। আজকে যদি আগের শামীম হতাম এই গালাগালের জবাব দিতে দুই মিনিট সময় লাগত। ধৈর্য্য ধরেছি কেননা ধৈর্য্য ধারনকারীকে আল্লাহ পছন্দ করেন। আমি ইউএনও সাহেবের উদ্দেশ্যে বলতে চাই এখানে বিগত সময়ে জেলা পরিষদের মাধ্যমে ৩৬লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু ৫ লক্ষ টাকার কাজ হয়েছে বাকি টাকা চুরি করেছে। জনগনের টাকা এটা কারো বাপের টাকা না। এই টাকা উদ্ধার করবেন। আর আজকে সবার কাছে মাফ চাই। আমার পরিবারের কোন সদস্য যদি কোন ভুল করে থাকে হাতজোর করে সবার কাছে মাফ চাই। এ সময় উপস্থিত ছিলেন সদর-বন্দর আসনের এমপি বীরমুক্তিদযোদ্ধা একেএম সেলিম ওসমান, বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত ই খুদা, মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তথা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তা হোসেন, ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান গাজী এমএ সালাম, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য মাসুম আহমেদ, নাগিনাজোহা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি গোলাপ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আহমেদ তুষার মাঈনউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯