আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:৪০

প্রশাসনের নজরদারির অভাবে বেপরোয়া নসিমন

ডান্ডিবার্তা | ০৯ মার্চ, ২০২৩ | ১০:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে প্রশাসনের নজরদারি না থাকায় সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে ইট বালু সিমেন্ট রটসহ বিভিন্ন পণ্যবাহী গাড়ি নসিমন টমটম ও মাহিন্দ্র। লাইসেন্সবিহীন এই গাড়ি গুলোর চালকদের কারোই নেই ড্রাইভিং লাইসেন্স। তারা পরিবহন নিয়মবিধি না মেনে প্রধান সড়ক গুলোতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে প্রতিনিয়তই ঘটছে সড়ক দূর্ঘটনা যে দূর্ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া যায়। এ পরিবহনের চালকেরা বেশি অয়ের আকাক্সক্ষায় দ্রুত গতিতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে থাকেন। পরিবহন চালকদের জন্য ট্রাফিক নিয়ম থাকলেও মানছেনা না এসব চালকরা। এদের অধিকাংশ চালকদের বয়স অল্প যারা এ গাড়ি চালানোর মত ক্ষমতা রাখেনা। বন্দর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, রুপালি আবাসিক এলাকায় বন্দর ঘাট, বন্দর স্কুল ঘাট, ইসপাহানি ঘাট, নবীগঞ্জ, লক্ষনখোলা, চৌরাপাড়া, সোনাচড়া, ধামগড় ইউনিয়ন, মদনপুর ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন, বন্দর ইউনিয়ন, কলাগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন স্থানে চলছে এসব লাইসেন্সবিহীন যানবাহন। এ ছাড়াও প্রতিটি ইট ভাটার মাটি টানার জন্য ব্যবহার হচ্ছে এ গাড়ি। বিশেষ করে ইট বালু সিমেন্ট ও রট ব্যাবসায়ীদের এ গাড়িগুলোর জন্য সড়ক এখন অনিরাপদ। এব্যাপারে একাধিক ব্যক্তি বলেন, বেপরোয়া এসব গাড়ির কারণে সড়কে চলাচল অসাধ্য হয়ে উঠছে। এসব গাড়ি পরিবেশও নষ্ট করছে বিধায় পরিবেশগত ঝুঁকিও বাড়ছে। এসব লাইসেন্সবিহীন গাড়ি একটি প্রভাবশালী মহল নিয়ন্ত্রন করছে বলে তাদের কিছু বলা যায় না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই প্রশাসন যেন এই ব্যাপারে আইনের কঠোর প্রয়োগ করে এবং পরিবেশগত ঝুঁকি থেকে মানুষদের রক্ষা করে। এব্যাপারে বন্দর উপজেলার নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা বলেন, অচিরেই মোবাইল কোর্র্ট চালিয়ে লাইসেন্সবিহীন এসকল গাড়ি আমরা বন্ধ করে দিবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা